চীনের গণ- মুক্তি ফৌজের একটি নৌবহর ২৪ নভেম্বর পাকিস্তানে তিন দিন সফর শেষ করে ভারত সফরের উদ্দেশ্যে একই দিন সকালে করাচী ত্যাগ করেছে ।
পাকিস্তান সফরকালে চীনের নৌবাহিনীর একটি নৌবহর পাক নৌবাহিনী আর স্থানীয় জনগণের অন্তরঙ্গ ও সৌহার্দ্যপূর্ণ সমাদর পেয়েছে । চীনের অফিসার আর সৈনিকরা পাক নৌবাহিনীর বেশ কয়েকটি সামরিক ব্যবস্থা পরিদর্শন করেছেন এবং পাকিস্তানের জনক মুহাম্মদ আলি জিন্নাহ'র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন । পাক নৌ বাহিনীর অফিসার আর সৈনিকরাও সফররত চীনের সেনচেন নামক ডিসট্রয়ার আর ওয়েইসানহু নামক স্যাপ্লাই শিপ পরিদর্শন করেছেন ।
চীনের নৌবাহিনীর নৌবহর এই চতুর্থবার পাকিস্তান সফর করলো । দুপক্ষ এক মত হয়েছে যে , চীনের নৌবহর করাচী ত্যাগ করার পর দুদেশের নৌবাহিনী প্রথমবারের মতো আরব সাগরে যুক্তভাবে মহড়া চালাবে ।
|