ফিলিপাইনের চীনের শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন সমিতির উদ্যোগে দ্বিতীয় চীনের শান্তিপূর্ণ একীকরণ বিষয়ক এশিয়া ফোরাম ২৩ নভেম্বর ম্যানিলায় উদ্বোধন হয়েছে । ফোরামে অংশগ্রহণকারীরা তথাকথিত স্বাধীন তাইওয়ানপন্হী অপ- শক্তির সব রকম বিভক্তি তত্পরতার বিরোধীতা করেছেন ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের উপ মহা-পরিচালক ওয়াং চেই শি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় বলেছেন , দুই তীরের স্বদেশীয় আর বিদেশে বসবাসকারী প্রবাসী চীনাদের মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুই তীরের সম্পর্কে স্বাধীন তাইওয়ানপন্থী অপ- শক্তির বিভক্তি তত্পরতা রোধ করার ইতিবাচক উপাদান কমাগত বাড়ছে । তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , চীন সরকার এক চীন নীতিতে অবিচল থাকবে এবং অনবরতভাবে স্বাধীন তাইওয়ানপন্থী অপ-শক্তির বিভক্তি তত্পরতার বিরোধীতা করবে ।
|