২৪ নভেম্বর উত্তর- পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন শহর সুংহুয়াচিয়াং নদীর দূষণের শিকার হচ্ছে ।
সুংহুয়াচিয়াং নদী হারবিন শহরের কলের পানির একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্স । এই নদীর উত্তর দিকে অবস্থিত চিলিন শহরের একটি রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে ১৩ নভেম্বর বিস্ফোরণ ঘটার পর এই নদীর দূষণে ক্ষতিগ্রস্ত হবার আশংকায় হারবিন শহর ২৩ নভেম্বর থেকে শহরাঞ্চলে কলের পানির সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । বর্তমানে বিশেষজ্ঞরা হারবিনের কলের পানির সরবরাহ পুনরুদ্ধার করার জন্য একটি কার্যক্রম প্রণয়ন করেছেন । ২৭ নভেম্বর নদীর দূষণ শেষ হলে এই শহরে কলের পানির সরবরাহ আংশিকভাবে পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে ।
|