ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌছের মোত্তাকি ২৩ নভেম্বর সংবাদ মাধ্যমকে বলেছেন, ইরান আশা করে, চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের সম্মেলনের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার পারমাণবিক সমস্যা বিষয়ক আলোচনা পুনরুদ্ধার হবে।
তিনি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্মেলনের পর আলোচনা আবার শুরু হওয়ার পরিবেশ রয়েছে। চলতি মাসে ইরান ব্রিটেন, জার্মানী ও ফ্রান্স-এর কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে পারমাণবিক সমস্যা বিষয়ক আলোচনা আবার শুরু করার আহ্বান জানানো হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায় নি। তিনি বলেছেন, পারমাণবিক আলোচনার লক্ষ্য কল্যানকর ও সুস্পষ্ট হওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে একটি যুক্তিযুক্ত সময়সূচী থাকা উচিত।
|