ওয়াশিংটন পোস্ট ২৩ নভেম্বর মার্কিন সামরিক পক্ষের উচ্চ-পদস্থ ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর আগামী বছরের প্রথমদিকে ইরাকস্থ মার্কিন সেনাবাহিনীর ১৮টি ব্রিগেডের মধ্যে ৩টি সরিয়ে নেবে। তিনটি ব্রিগেডের মধ্যে কমপক্ষে একটি কুয়েতে থাকবে, যাতে সাময়িকভাবে সৈন্যের চাহিদা মেটানো যায়।
জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০০৬ সালে বাস্তবায়নযোগ্য এক গুচ্ছ চুক্তি তৈরী করেছে, যাতে অধিকতরভাবে ইরাকে মোতায়েন বাহিনী কমনো যায়। আগামী বছরের শেষ দিকে সম্ভবতঃ বর্তমান দেড় লক্ষাধিক সৈন্য থেকে এক লক্ষ কমানো হবে।
অন্য খবরে জানা গেছে, ২৩ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইস সংবাদদাতাদের সঙ্গে স্বাক্ষাত্কালে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরাকে তার বাহিনী দীর্ঘকাল ধরে কর্তমান মাত্রায় মোতায়েন রাখবে না। কিন্তু তিনি প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি বলেন নি।
|