জাতিসংঘের মহাসচিব কোফি আনান , ই-ইউ'র কূটনীতি ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তা সোলানা ২৩ নভেম্বর আলাদা আলাদাভাবে বিবৃতি প্রকাশ করে লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন , এবং এলিন জোনসন সির্লিফ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন ।
বিবৃতিতে আনান বলেছেন , লাইবেরিয়ার নির্বাচনের সাফল্য এই দেশের টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে । তিনি আশা করেন, লাইবেরিয়ার জনগণ মনোযোগ দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের প্রয়াস চালাবে । তিনি আরো বলেছেন , জাতিসংঘ অব্যাহতভাবে লাইবেরিয়াকে সমর্থন করবে ।
সোলানা বলেছেন , ই-ইউ বরাবরই দৃঢ়ভাবে লাইবেরিয়ার অন্তর্বর্তী প্রক্রিয়া ও নির্বাচন সমর্থন করে , এবং নির্বাচনের সাফল্যের জন্য আনন্দ বোধ করে । তিনি আরো বলেছেন , ই-ইউ আন্তর্জাতিক সমাজের সঙ্গে একত্রে লাইবেরিয়ার গণতন্ত্র , স্থিতিশীলতা ও সমৃদ্ধির ভবিষ্যতের জন্য লাইবেরিয়াকে সাহায্য দেবে ।
লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন ২৩ নভেম্বর ঘোষণা করেছে যে , লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এলিন জোনসন সির্লিফ নির্বাচনে জয়ী হয়েছেন । তিনি লাইবেরিয়ার এবং আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।
|