চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হামি অঞ্চল সম্প্রতি ইতিহাসের বৃহত্তম ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটেছে। এ খবর পাওয়ার সময় পর্যন্ত এর প্রত্যক্ষ আর্থিক ক্ষয়ক্ষতি ৮০ লাখ ইউয়েন রেনমিনপি ছাড়িয়েছে।
১৭ নভেম্বর মুষলধারে বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়। ২০ নভেম্বর ২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এই পরিমাণ সারা বছরের বৃষ্টিপাতের পরিমাণের সমান। হামি শহরের রাস্তায় ১২০ মিলিমিটার তুষার জমেছে।
মুষলধারে বৃষ্টি এবং তুষারপাতের দরুণ বহু গাছ ধ্বংস হয়েছে, প্রায় ১০০০টি গৃহপালিত পশু মারা গেছে, হাজারটি বাড়িঘর নষ্ট হয়েছে।
এখন স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ সক্রিয়ভাবে দুর্গত জনসাধারণকে সুবিন্যস্ত করছে এবং জনগণের উদ্দেশ্যে দুর্যোগের কবল থেকে নিজেদের উদ্ধার করার আহ্বান জানিয়েছে।
|