চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মা সোংতে ২৩ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সক্রিয়ভাবে শক্তি সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক গাড়ী তৈরী করছে। চীনের গাড়ী শিল্প শক্তি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার পথ ধরে চলছে।
তিনি পেইচিংয়ে অনুষ্ঠিত একটি দূষণ-বিহীন গাড়ী প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এই কথা বলেছেন।
জানা গেছে, বর্তমানে চীন এক শোরও বেশি ধরণের শক্তি সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক গাড়ী প্রযুক্তিগবেষণা করেছে।
|