আফ্রিকান ইউনিয়েনের চেয়ারম্যান , নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগোন ওবাসানজো ২২ নভেম্বর সন্ধ্যায় এই মত প্রকাশ করেছেন যে , একই দিন কোটেডিভায় বিভিন্ন সম্প্রদায়ের মতভেদে মধ্যস্থতাকারী আফ্রিকান দেশের তিনজন নেতা বিভিন্ন সম্প্রদায়ের সংগে কোটেডিভার জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকারের নতুন প্রধান মন্ত্রী পদপ্রার্থীদের বিষয়ে এক মত হন নি ।
ওবাসানজো আর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো ম্বেকি এবং পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠীর চেয়ারম্যান , নাইজারের প্রেসিডেন্ট মাহাদু তান্দজা একই দিন কোটডিভার অর্থনৈতিক রাজধানী আবিদজান পৌঁছে কোটডিভার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মধ্যস্থতা শুরু করেছেন , যাতে এর আগে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির কার্যকরীকরণ ত্বরান্বিত করা যায় , যত তাড়াতাড়ি সম্ভব কোটেডিভার জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকারের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা যায় আর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া যায় । কিন্তু কোটেডিভার বিভিন্ন সম্প্রদায় ওবাসানজো প্রমুখের সুপারিশ করা নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের একটি তালিকার ব্যাপারে এক মত হন নি ।
|