v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-23 16:06:49    
২৩ নভেম্বর

cri
    ১৯২৫ সালের ২৩ নভেম্বর ইয়ে থিংয়ের স্বাধীন রেজিমেণ্ট গঠন

    ১৯২৫ সালের ২৩ নভেম্বর চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর চতুর্থ আর্মির স্বাধীন রেজিমেণ্ট গঠিত হয়। রেজিমেণ্টটির কম্যাণ্ডার ছিলেন ইয়ে থিং । তাই এই রেজিমেণ্ট " ইয়ে থিংয়ের স্বাধীন রেজিমেণ্ট" নামে সুপরিচিত । রেজিমেণ্টের সৈন্য সংখ্যা দু হাজারের বেশী। এটা আসলে কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে পরিচালিত একটি রেজিমেণ্ট । কমিউনিষ্ট পার্টির সিদ্ধান্ত অনুযায়ীই রেজিমেণ্টটির ক্যাডারদের নিয়োগ এবং বদলীর ব্যবস্থা নেয়া হয়। ক্যাডারদের বেশির ভাগই কমিউনিষ্ট পার্টির সদস্য। এটিই চীনা কমিউনিষ্ট পার্টির নিয়ন্ত্রিত প্রথম সৈন্যবাহিনী। পরবর্তীকালে এই বাহিনী চীনের মহা বিপ্লবের উত্তরমুখী অভিযানে বিশেষ অবদান রেখেছে।

    ১৯৮২ সালের ২৩শে নভেম্বর আন্দ্রোপোভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত (ছবি)

    আন্দ্রোপোভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত

    ১৯৮২ সালের ২৩শে নভেম্বর ইউরি আন্দ্রোপোভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন । সোভিয়েত কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি অপ্রত্যাশিত দ্রুত গতিতে সাবেক কে জি বি-র ( রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির) প্রধান আন্দ্রপোভকে প্রয়াত সোভিয়েত নেতা ব্রেজনেভের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছে । ৬৮ বছর বয়স্ক ইউরি আন্দ্রপোভ পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হন । ব্রেজনেভের মৃত্যুর কিছু দিন আগে পর্যন্ত আন্দ্রপোভ কে জি বির প্র্রধান ছিলেন এবং বিদেশে গোয়েন্দা ও স্বদেশের নিরাপত্তাবিষয়ক কাজের দায়িত্ব পালন করেছিলেন ।

    আন্দ্রপোভ একটি বক্তৃতায় ব্রেজনেভের কর্মসূচি অব্যাহতভাবে অনুসরণ করার প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রয়াত নেতার দাতাঁত অর্থাত্ প্রশমন নীতির প্রতি তাঁর বাধ্যবাধকতা ছিল না ।

    আন্দ্রপোভকে এতো দ্রুত নিযুক্ত করার ঘটনায় পাশ্চাত্যের পর্যবেক্ষকরা বিস্ময় প্রকাশ করেন । লোকেরা আশা করেছিলেন, আন্দ্রপোভের সংগে পার্টির নেতা হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা কনস্টাণ্টিন চের্নেংকোর ছিল , তবে চের্নেংকো নিজের উদ্যোগেই আন্দ্রপোভকে নির্বাচিত করার প্রস্তাব দেন । চের্নেংকো রাষ্ট্রপ্রধান হিসেবে মন্ত্রীসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ।

    ইউরি আন্দ্রপোভ (১৯১৪.০৬.১৫-১৯৮৪.০২.০৯) রেলপথের শ্রমিকের ছেলে, টেলিগ্রাফ ওপারেটার, সিনেমা প্রজেক্টরচালক ছিলেন এবং ভলগা নদীতে মাঝির কাজও করেছিলেন । ১৯৩৯ সালে তিনি কমিউনিস্ট পার্টি সদস্য হন, ১৯৪০--৪৪ সালে নবগঠিত কারেলিয়া - ফিনল্যাণ্ড স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের যুব কমিউনিস্ট লীগের নেতা নিযুক্ত হন । ১৯৫১ সালে তিনি বদলী হয়ে মস্কো যান , ১৯৫৪--৫৭ সালে হাংগেরিতে সোভিয়েত রাষ্ট্রদূত নিযুক্ত হন , ১৯৬৭ সালে কে জি বির প্রধান নিযুক্ত হন ।

    ১৯৮৬ সালের ২৩ নভেম্বর: জাপানের ওশিমা দ্বীপের অগ্নিগিরির প্রবল উদগিরণ

    ওশিমা হলো টোকিও শহরের দক্ষিণ দিকের একটি বড় দ্বীপ। এটি এক নামকরা অগ্নিগিরির দ্বীপ এবং পর্যটকদের এক সুপ্রসিদ্ধ দর্শনীয় স্থান। স্থানীয় বাসিন্দারা এই দ্বীপের কেন্দ্রস্থলের অগ্নিগিরিকে " অগ্নি দেবতা" এবং সৌভাগ্যের " রক্ষা দেবতা" বলে সম্মান করেন।

    ২৩ নভেম্বর ভোর হবার আগেই এই অগ্নিগিরির উদগিরণ শুরু হয়, আকাশভেদী প্রবল অগ্নিবর্ষনের সঙ্গে সঙ্গে অগ্নিগিরি থেকে উত্তপ্ত লাল লাভা চার দিকে ছিটকে পড়তে থাকে । অগ্নিগিরির পুরানো মুখ ছাড়াও, অগ্নি-উদগিরণের ১৬টি নতুন মুখ দেখা দেয় এবং একই সময় ভূমিকম্প ঘটে। ২৩ নভেম্বর দিনটিতে অন্তত ৮ বার রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়, তা'ছাড়া ৮০ বার ক্ষুদ্র প্রকম্পন অনুভূত হয়।

    জাপানের কর্তৃপক্ষ যথাসময়ে জরুরী ব্যবস্থা নিয়ে দ্বীপবাসীদের স্থানান্তরিত করার আদেশ জারি করে । ফলে এক রাতেই ১০ হাজারেরও বেশি দ্বীপবাসী নিরাপদ স্থানে স্থানান্তরিত হয় এবং কেউই হতাহত হয় নি।