v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-23 14:35:03    
জার্মানীর প্রথম নারী চ্যানসেলার

cri

    জার্মানীর ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের চেয়ারম্যান আন্জিলা মার্কেল ২২ নভেম্বর জার্মানীর ফেডারেল সংসদের নির্বাচনে নতুন চ্যানসেলার নির্বাচিত হয়েছেন । জার্মানীর ইতিহাসে তিনিই প্রথম নারী চ্যানসেলার ।

    ১৯৫৪ সালের ১৭ জুলাই উত্তর জার্মানীর বন্দর নগর হামবার্গের একজন যাজকের বাড়িতে আন্জিলা মার্কেল জন্ম গ্রহণ করেন । তাঁর জন্মের অনতিকাল পরে তাঁর পরিবার গণতান্ত্রিক জার্মানীতে স্থানান্তরিত হয় । ছোটো বেলায় বিজ্ঞানের উপর তাঁর গভীর কৌতুহল জন্মে । ১৯৭৩ সালে ভর্তি পরীক্ষায় ভাল ফল পেয়ে তিনি লেপজিগ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগে ভর্তি হন ।১৯৮৬ সালে তিনি পদার্থ রসায়নের ডক্টোরেট পান । তিনি এক সময় তদানীন্তন পূর্ব জার্মানীর বিজ্ঞান একাডেমীতে বৈজ্ঞানিক গবেষণায় আত্মনিয়োগ করেন ।

    ১৯৮৯ সালে আন্জিলা মার্কেল "গণতান্ত্রিতক জাগরন" আন্দোলনে যোগদান করেন এবং তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় । ১৯৯০ সালে দু'টো জার্মানী যুক্ত হওয়ার পর "গণতান্ত্রিতক জাগরন "আন্দোলন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের একটি অঙ্গে পরিণত হয় ।১৯৯০সালের ডিসেম্বর মাসে আন্জিলা মার্কেল ফেডারেল সংসদের সদস্য নির্বাচিত হন । ১৯৯১ সালে তদানীন্তন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ও প্রধান মন্ত্রী কোর্লের সমর্থনে আন্জিলা মার্কেল পর পর জার্মানীর নারী ও যুব মন্ত্রী, পরিবেশ মন্ত্রী , ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের মহাসচিব , ভাইস চেয়ারম্যান প্রভৃতি পদে দায়িত্ব পালন করেন ।

    ২০০০ সালে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন রাজনৈতিক কেলেংকারীর শিকার হয় । এরপর আন্জিলা মার্কেল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন । তিনিই দ্বিতীয় মহাযুদ্ধোত্তর জার্মানীর কোনো বৃহত পার্টির প্রথম নেত্রী । ২০০২সালের সেপ্টেম্বর মাসের পর তিনি ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান সোশাল ইউনিয়নকে নিয়ে গঠিত যুক্ত ইউনিয়নের সংসদীয় দলের চেয়ারম্যান নিযুক্ত হন । চলতি সালের ২০ সেপ্টেম্বর যুক্ত ইউনিয়নের সংসদীয় দলের অধিবেশনে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোটে আবার চেয়ারম্যান নির্বাচিত হন ।

    চলতি বছরের মে মাসে চ্যানসেলার শ্রোয়েদার আগামী বছরের পরিকল্পিত সাধারণ নির্বাচন চলতি বছরের শরতকালে অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা করেন । গত ৩০ মে আন্জিলা মার্কেল আনুষ্ঠানিকভাবে বিরোধী দল-- যুক্ত ইউনিয়নের চ্যানসেলারের প্রার্থী মনোনিত হন।জার্মানীর ইতিহাসে তিনিই চ্যানসেলারের প্রথম প্রার্থী ।

    গত ১৮ সেপ্টেম্বর জার্মানীর ফেডারেল সংসদের ষোড়শ নির্বাচনে আন্জিলা মার্কেলকে নেত্রী করে গঠিত যুক্ত ইউনিয়ন যে ৩৫.২ শতাংশ ভোট পেয়েছে তা চ্যানসেলার শ্রোয়েদারের নেতৃত্বাধীন সোশাল ডেমোক্রেটিক পার্টির প্রাপ্ত ভোটের চেয়ে ০.৯ শতাংশ বেশী । ফলে যুক্ত ইউনিয়ন হয়েছে জার্মানীর সংসদের প্রথম বৃহত পার্টি । গত ২ অক্টোবর সাক্সেন রাজ্যের রাজধানী তেলেস্টেনের একটি নির্বাচনী এলাকার উপনির্বচনে যুক্ত ইউনিয়ন আরেকটি আসন পায় । এই নিয়ে জার্মানীর ফেডারেল সংসদে যুক্ত ইউনিয়নের আসনের সংখ্যা ২২৬টিতে দাঁড়িয়েছে।

    আন্জিলা মার্কেল কর্মনিষ্ঠ ও কঠোর পরিশ্রমী । তিনি তাঁর কাজকর্মে অসাধারণ কীর্তি স্থাপন করেছেন । জার্মানীর রাজনৈতিক মঞ্চে তিনি লৌহ-কঠিন নারী বলে পরিচিত ।

    আন্জিলা মার্কেলের দুবার বিয়ে হয়েছে ।১৯৯৮ সালে তিনি রসায়নবিদ আসিম সারের সঙ্গে বিয়ে করেন। তখন আসিম সারের বয়স ৫৫বছর ।