জাতিসংঘের মহাসচিব কোফি আনান ২২ নভেম্বর নিরাপত্তা পরিষদের কাছে তাঁর দেয়া একটি রিপোর্টে সুদান সরকার ও পশ্চিম দার্ফুর অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র সংস্থার কাছে এই বছরের শেষে কাঠামোমূলক শান্তি চুক্তি স্বাক্ষর করে এই অঞ্চলের ৩ বছর স্থায়ি সংঘর্ষের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ।
রিপোর্টে বলা হয়েছে , গত এক মাসে দার্ফুরের হিংসাত্নক তত্পরতা আরো তীব্র হয়েছে । দার্ফুর অঞ্চলের পরিস্থিতির অবনতি রোধ করার একমাত্র উপায় হল সুদান সরকার ও সশস্ত্র সংস্থার শান্তি আলোচনা ত্বরান্বিত করা । নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিতব্য সপ্তম দফা শান্তি আলোচনার সাফল্যের জন্য দু'পক্ষকে প্রয়াস চালাতে হবে । তবে আন্তর্জাতিক সমাজের উচিত শান্তি চুক্তির বাস্তবায়নে সাহায্য দেয়ার জন্য প্রস্তুতি নেয়া ।
|