২২ নভেম্বর সন্ধ্যায় চীনের কৃষি মন্ত্রণালয় সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনে বিভিন্ন অঞ্চলের কাছে বার্ড-ফ্লু প্রতিরোধ কাজে আরো কড়াকড়ী ব্যবস্থা নিয়ে যথাশীঘ্র রোগের নতুন প্রকোপ রোধ করা এবং মানুষের বার্ড-ফ্লু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি বার্ড-ফ্লু প্রতিরোধের প্রধান কাজ হলো বার্ড-ফ্লু বা অন্য গুরুতর পশুপাখি রোগের প্রকোপ জরুরীভাবে মোকাবেলার জন্য পূর্বপরিকল্পনা উন্নয়ন করা, গুরুতর পশুপাখি রোগের প্রাদুর্ভাবের উপর তত্ত্বাবধান আরো জোরদার করা, যথাশীঘ্র রোগের পুর্বসতর্ক দেয়ার ব্যবস্থা উন্নয়ন করা ইত্যাদি।
২২ নভেম্বর কৃষি মন্ত্রণালয় তথ্য প্রকাশ করেছে যে, চীনের শিনচিয়াং, নিংসিয়া ও ইয়ুন নান পৃথকভাবে বার্ড-ফ্লু রোগের প্রকোপ ঘটেছে। এখন রোগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
|