 সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের সুরের ভুবনে আপনাদের উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমি চীনের তরুণ গায়িকা মেং কো এবং তাঁর গাওয়া গানগুলো আপনাদের সঙ্গে পরিচিত করবো।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন তার নাম বৃষ্টির দিনে প্রেমিক-প্রেমিকার মধ্যকার ভালোবাসা। মোং কোর কন্ঠ খুবই মিষ্টি। তিনি খুব ভালোভাবে প্রেমিক-প্রেমিকার মধ্যকার সূক্ষ্ম ভাবানুভুতি প্রকাশ করেন। আচ্ছা, এখন গানটি শোনা যাক।
১৯৬৬ সালে মোং কো চীনের হুনা প্রদেশে জন্মগ্রহণ করেন । তাঁর মা একজন সঙ্গীত অনুরাগী। মায়ের প্রভাবে মোং কো ৪ বছর বয়সে গান শিখতে শুরু করেন এবং ৮ বছর বয়সে মঞ্চে গান পরিবেশন করেন। ১৩ বছর বয়সে তিনি ছাং শা শহরের নাচগান দলে ভর্ত হন। ১৯৮৪ সালে মোং কো নিজের স্বপ্ন নিয়ে পেইচিংয়ে আসেন এবং শৈল্পিক উন্নয়নের নতুন পথ অন্বেষণ করেন। সেই সময় মোং কো লেখাপড়ার জন্যে অনেক শিক্ষকের কাছে অধ্যয়ন করেন এবং কঠোরভাবে পরিশ্রম করেন। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবশেষ তিনি চীনের সঙ্গীত ইন্সটিটিটউটের কন্ঠশিল্প বিভাগে ভর্তি হন। স্নাতক হওয়ার পর তিনি চীনা গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নাচগান দলে যোগ দেন এবং একজন সেনা গায়িকা হন। মোং কো তাঁর গাওয়ার প্রক্রিয়ায় চীনের লোকসঙ্গীতের সরলতা বজায় রাখেন এবং উপযু্ক্তভাবে বেল কানটোর নৈপুন্য গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে তিনি তাঁর সঙ্গীতের মধ্যে চীনের ঐতিহ্যিক অপেরা ও জাতীয় সঙ্গীতের উপাদান মেশান। ধীরে ধীরে তিনি নিজের বিশেষ গান গাওয়ার শৈলী গড়ে তুলেন। এখন আমরা একসাথে মোং কোর গাওয়া চীনের হুপেই প্রদেশের লোকসঙ্গীত শোনবো। এই গানের সুর শ্রুতিমধুর ও আনন্দদায়ক। গানে এই দৃশ্য বর্ণনা করা হয় যে, নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্যে একজন মেয়ে নদীর অন্য তীরে তার আত্মীয়ের বাড়িতে যেতে চান এবং দয়ালু মাঝি তাকে পার করেন। আচ্ছা, এখন গানটি শুনবো আমরা।
একজন সেনা গায়িকা হিসেবে সীমান্ত বরাবর সামুদ্রিক দ্বীপে ও জাহাজ মোং কোর গাওয়া গানের সুর সমসময় শোনা যায়। কয়েক বছর আগে মোং কো নিজের টাকা দিয়ে " আমার প্রিয় সহযোদ্ধদের উদ্দেশ্যে" CD সংকলন তৈরী করেন এবং সেগুলো সৈনিকদের উপহার দেন। আচ্ছা, এখন আমার সঙ্গে চীনের সীমান্ত সৈন্যদের প্রশংসায় রচিত " সীমান্তের ঝরণা উদাত্ত ও মিষ্টি" নামে একটি গান শুনবেন।
নয়া চীন প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানেও মাতৃভূমির কোলে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনউদযাপনী তত্পরতায় মোং কোর গাওয়া " মাতৃভূমি, চিরকাল আপনার কল্যান কামনা করি" নামে গানটি শুনে অনেক অনুরাগী গভীরভাবে মুগ্ধ হন। তিনি এই গানের মাধ্যমে শিল্পের প্রতি তাঁর অন্বেষা ও মমত্ব পুরোপরিভাবে প্রকাশ করেন। গানে বলা হয়েছে:
আপনি আকাশ, আমি আপনার সাদা পায়রা,
বসন্তকালের বাতাসে উড়ে যাই, সূর্যের আলোতে কথা বলি,
আমার সৌন্দর্য, আমার প্রেম, সবই আপনার কল্যাণ কামনার গান। আচ্ছা, গানটি শুনবো।
দীর্ঘ শৈ ল্পিক বাস্তব অনুশীলনে মোং কো অব্যাহতভাবে নিজের প্রতি দাবি উন্নত করেন এবং ১৯৯৫ সালে তিনি তাঁর শৈল্পিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেন। তিনি চীনের সঙ্গীত ইন্সটিটিউটের জাতীয় কন্ঠশিল্প বিভাগের একজন মাস্টারস ডিগ্রির শিক্ষার্থী হন। লেখাপড়ার সময় তিনি বহুবার চীনের শিল্পী প্রদিনিধি দলের সঙ্গে ক্যানাডা, সিঙ্গাপুর, জাপান ইত্যাদি দেশ ও অঞ্চল সফর করেন। তার উদাত্ত কন্ঠ ও উত্সাহব্যজক উপস্থাপনা বিদেশী দর্শকদের মধ্যে সমাদর পেয়েছে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসাথে " যাবনীয় কামনা দেবো" নামে মোং কোর গাওয়া একটি গান শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|