ফিলিস্তিনের বিধান পরিষদের চেয়ারম্যান রুহি ফাতৌহ্ ২১ নভেম্বর রামাল্লাহ্য় ভাষণ দেবার সময় ইসরাইলের উদ্দেশ্যে পূর্বনির্ধারিত মেয়াদের আগেই সাধারণ নির্বাচন আয়োজনের অজুহাতে ফিলিস্তিনের ওপর তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বিস্তৃত না করতে সতর্ক করে দিয়েছে ।
তিনি বলেছেন , ফিলিস্তিন এই উদ্বেগ প্রকাশ করে যে , ইসরাইল তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মোকাবেলায় ফিলিস্তিনের ওপর সামরিক আঘাত জোরদার করবে এবং অব্যাহতভাবে ব্যাপক গ্রেফতার আর দমন অভিযান চালিয়ে ফিলিস্তিনীদের ওপর গণহারে শাস্তি দেয়ার নীতি পালন করবে ।
তিনি বলেছেন , ইসরাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারণ লিকুদ গোষ্ঠী থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর ইসরাইলের রাজনৈতিক মহল সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে । এতে মধ্য প্রাচ্য শান্তি প্রক্রিয়া আর মধ্য- প্রাচ্যের রোড ম্যাপের বাস্তবায়ন বন্ধ হতে পারে ।
|