চীনের যোগাযোগউপ মন্ত্রী হুয়াং ইয়াও সিয়েন ২১ নভেম্বর লন্ডনে বলেছেন , চীন অব্যাহতভাবে জাহাজের ব্যবস্থাপনা আর বন্দরের সীমানায় আসা -যাওয়ার তত্ত্বাবধান জোরদার করবে এবং সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা আর সমুদ্রের সুপরিবেশ কার্যকরভাবে নিশ্চিত করার জন্য ইতিবাচক প্রচেষ্টা চালাবে ।
আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার ২৪তম অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , সমুদ্র পথে বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ মাল পরিবহন করা হয় । চীন আগের মতো ভবিষ্যতেও আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে , চীনের পরিবহণের নিরাপত্তা জোরদার করবে , পরিবহণের গুণগত মান উন্নত করবে এবং জাহাজের নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ।
|