চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২২ নভেম্বর পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে পুনরায় ঘোষণা করেছেন , জাপানের ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সমস্যার গুরুত্ব আর স্পর্শকাতরতা পুরোপুরি উপলব্ধি করা প্রয়োজন । দায়িত্বশীল মনোভাব পোষণ করে এই সমস্যা একাগ্রচিত্তে নিষ্পত্তি করাই এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সংগে জাপানের সম্পর্ক উন্নত করা আর সম্মিলিতভাবে ভবিষ্যত উন্মুক্ত করার একমাত্র সঠিক পথ ।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো সম্প্রতি বলেছেন , ইয়াসুকুনি সমাধির ইউসুকান যাদুঘরে জাপানী আগ্রাসী যুদ্ধের সাফাই গাওয়া হয় নি , বরং তাতে তখনকার যুদ্ধের সত্যতা তুলে ধরা হয়েছে ।
সে সম্বন্ধে লিউ চিয়েন ছাও মন্তব্য প্রকাশ করে বলেছেন যে , ইয়াসুকুনি সমাধিতে ইতিহাসকে যে অস্বীকার করা হয়েছে আর জাপানী সমরবাদীদের আগ্রাসনের ওপর যে সুন্দর প্রলেপ দেয়া হয়েছে , ইউসুকান যাদুঘর হচ্ছে তার একটি কেন্দ্রীভূত ব্যবস্থা ।
|