২২ নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয় মার্কিন জি ই অত্যাধুনিক উপকরণ গোষ্ঠীর সঙ্গে পেইচিংয়ে সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষর করে যৌথভাবে চীনে একটি পরিবেশ সহায়ক কৃষি প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রযুক্তির উদ্দেশ্য হচ্ছে জি ই অত্যাধুনিক উপকরণ গোষ্ঠীর উত্পাদিত একটি কৃষি ওষুধ স্প্রে করে ফসলের উপরের তার কার্যকরীতা দ্রুততর করা, যাতে ঐষুধের দ্বারা জমি ও পানির পরিবেশের দূষণ কমানো যায়।
চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, চীনের ১৩ টি প্রদেশে দশ-বারো ধরণের ফসলের উপর এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে এবং সংশ্লিষ্ট জনপ্রিয় করে তুলবে।
|