সম্ভাব্য পানি দূষণের কারণে উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী হার্বিন শহরে ২২ নভেম্বর থেকে টানা চারদিন পানি সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, ১৩ নভেম্বর হার্বিন শহরের সংহুয়া নদীর উচ্চ অববাহিকাস্থ চিলিন শহরের একটি রাসায়নিক শিল্প-কারখানায় বোমা বিষ্ফোরণ ঘটেছে। পরিবেশ সংরক্ষণ বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে সংহুয়া নদী থেকে সরবরাহকৃত হার্বিন শহরের পানিতে কোনো অস্বাভাবিক উপাদান পাওয়া যায় নি। কিন্তু অনুমাণ করা হয়েছে, শীঘ্রি উচ্চ অববাহিকার পানির দুষিত হবে। শহরবাসীদের নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করতে হার্বিন শহর পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে স্থানীয় শহরবাসীরা সুপার মার্কেটে গিয়ে পানি ও রুটি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনছেন। বিভিন্ন ইউনিটও উত্পাদন ও জীবনযাত্রার জন্যে আবশ্যকীয় সংগ্রহ করছে। শিল্প ও বাণিজ্য, দ্রব্যমূল্য, গণ-নিরাপত্তা ইত্যাদি বিভাগ বাজারের তত্ত্বাবধান ও নিরাপত্তারক্ষী ব্যবস্থা জোরদার করেছে, যাতে বাজার ও সমাজের শৃঙ্খলা রক্ষা করা যায়।
|