এশীয় সংসদীয় শান্তি সমিতি এএপিপি'র ষষ্ঠ বার্ষিক সম্মেলন ২২ নভেম্বর থাইল্যান্ডের ছাংওয়াট ছোন বুরি প্রদেশের পাট্টায়া শহরে সমাপ্ত হয়েছে। সম্মেলনে পাট্টায়া ঘোষণা গৃহীত হয়েছে।
এবারকার বার্ষিক সম্মেলনের প্রসঙ্গ হলো শান্তি, গণতন্ত্র এবং সংহতি। তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী এএপিপি'র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বলেছেন, ভবিষ্যত্ কাজকর্মে বার্ষিক সম্মেলনের প্রধান প্রধান বিষয় বাস্তবায়ন করা হবে এবং সংলাপ ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন সমস্যা সমাধান করা হবে।
থাইল্যান্ডের জাতীয় সংসদ ও নিম্ন পরিষদের স্পীকার ভোকিন ভালাকুলা একইদিনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান কু সিউলিয়েনের নেতৃত্বে চীনা প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিয়েছে।
|