অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা ২১ নভেম্বর ভিয়েনার একজন কূটনীতিকের কথা উদ্ধৃত করে বলেছে , বর্তমানে যু্ক্তরাষ্ট্র ও ই-ইউ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমস্যা পেশ করার বিষয় বিবেচনা করছে না ।
জানা গেছে , ২৪ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদের সম্মেলনে নিরাপত্তা পরিষদের কাছে ইরানের পরমাণু সমস্যা দেয়ার সিদ্ধান্ত হবে না । এই সিদ্ধান্ত নেয়ার উদ্দেশ্য হল ইরানকে ইউরেনিয়াম ঘণিভূতকরণ তত্পরতা রাশিয়ায় করতে রাজি করানোর জন্য রাশিয়াকে আরো বেশী সময় দেয়া ।
একইদিন , ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন , ইরান "পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তিতে" তার দেয়া প্রতিশ্রুতি মেনে চরতে হবে । এর আগের দিন ইরানের সংসদে আন্তর্জাতিক সমাজের সঙ্গে পরমাণু সমস্যা সংক্রান্ত সহযোগিতা বিল গৃহিত হয়েছে , স্ট্র সে প্রসঙ্গে এ কথা বলেছেন ।
|