 প্রেসিডেন্ট জালাল তালাবানীর নেতৃত্বাধীন ইরাকী প্রতিনিধিদল ২১ নভেম্বর বিকালে ইরানের রাজধানী তেহরান পৌঁছে ইরানে তিনদিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছে ।
তেহরান শহরের কেন্দ্রে আস্থিত প্রেসিডেন্ট ভবনে তালাবানীর জন্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন । এরপর দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেছেন । জানা গেছে , তালাবানীর এবারকার সফরের উদ্দেশ্য হল দু'দেশের মধ্যে স্বাক্ষরিত কিছু সহযোগিতামূলক চুক্তির বাস্তাবায়ন নিয়ে ইরানের সঙ্গে পরামর্শ করা ।
বিশ্লেষকদের ধারনা , তালাবানী ও ইরানের নেতার বৈঠকের একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয় হল আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করা , যাতে ইরাকের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে সহায়তা করা যায় ।
|