v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-22 09:36:54    
২২ নভেম্বর

cri
    কায়রোয় চীন, ব্রিটেন আর যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বৈঠক

১৯৪৩ সালের ২২ থেকে ২৬ নভেম্বর পযর্ন্ত মিসরের রাজধানী কায়রোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট , ব্রিটেনের প্রধান মন্ত্রী চার্চিল এবং চীন সরকারের প্রধান চিয়াং কাই সেকের মধ্যে বৈঠক হয়। এই 'কায়রো বৈঠকে ' প্রধানত জাপান-বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপার নিয়ে তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে কায়রো ঘোষণা স্বাক্ষরিত হয়। ১৯৪৩ সালের ১ ডিসেম্বর এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

    ১৬তম অলিম্পিক গেমস উদ্বোধন

১৯৫৬ সালের ২২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পযর্ন্ত ১৬তম অলিম্পিক গেমস অষ্ট্রেলিয়ার মেলবোর্গে অনুষ্ঠিত হয়। ৬৭টি দেশ আর অঞ্চলের ৩১৮৪ জন ক্রীড়াবিদ সেবারকার অলিম্পিক গেমসে যোগ দেন। সৌভিয়েত ইউনিয়ন দল ৩৭টি স্বর্ণপদক অর্জন করে প্রথম স্থান পায়। চীনের অলিম্পিক কমিটি নিমন্ত্রন চিঠি পায়। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দুটো চীন সৃষ্টি করেছে বলে চীন দল সেবারকার অলিম্পিক গেমসে অংশ নিতে অস্বীকার করে। চীনের তাইওয়ান দল ২৫জন পুরুষ ক্রীড়াবিদকে পাঠায়। তিন্তু তারা কোন পদক পাননি।

    সৌভিয়েত ইউনিয়নে তত্কালীণ বিশ্বেরদীর্ঘতম ভূগর্ভস্থ পানি সরবরাহ পাইপ স্থাপিত

১৯৬২ সালের ২২ নভেম্বর সৌভিয়েত ইউনিয়নে তত্কালীণ বিশ্বের সবচেয়ে লম্বা ভূগর্ভস্থ পানি সরবরাহ পাইপ বসানোর কাজ শুরু হয়। এই ভূগর্ভস্থ পানি সরবরাহ পাইপ লাইনের মোট বৈর্ঘ্য হল ৩ হাজার ৫ শো বিলোমিটারেরবেশী।

চীন-ভারত সীমান্তে চীনের সীমান্ত বাহিনী সক্রিয়ভাবে যুদ্ধ-বিরতি মেনে চলে

    ১৯৬২ সালের ২২ নভেম্বর থেকে চীনের সেনাবাহিনী সক্রিয়ভাবে চীন-ভারত সীমান্তে যুদ্ধ-বিরতি মেনে চলে।

প্রথম নবোদিত শক্তি গেমসের উদ্বোধন

    ১৯৬৩ সালের ২২ নভেম্বর প্রথম নবোদিত শক্তি গেমস ইন্দোনেসিয়ায় উদ্বোধন হয়। ৫১টি দেশ আর অঞ্চলের ২২২০ জন ক্রীড়াবিদ সেবারকার গেমসে অংশ নেন। গেমসে পাঁচটি বিশ্ব রেকর্ড ভেংগ করা হয়। চীন, ইন্দোনেসিয়া, উত্তর কোরিয়া , সৌভিয়েত ইউনিয়ন , কিউবা প্রভৃতি দেশের ক্রীড়াবিদরা খুব ভাল নৈপূণ্য দেখান।

    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কেনেডী ঘাতকের পুলিতে নিহত

১৯৬৩ সালের ২২ নভেম্বর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডী গুপ্ত ঘাতকের গুলিতে নিহত হন।

    লেবাননের প্রেসিডেন্ট গুপ্ত ঘাতকের হাতে মারা যান

১৯৮৯ সালের ২২ নভেম্বর লেবানের নব প্রধান মন্ত্রী ঘোষণা করেন, লেবানের নব নিযুক্ত প্রেসিডেন্ট গুপ্ত ঘাতকের হাতে মারা যান। সে দিন বিকালে লেবাননের স্বাধীন দিবস উপক্ষ্যে বৈরুতে আয়োজিত একটি উদযাপনী অনুষ্ঠানেঅংশ নেওয়ার পর গাড়ীতে নিজ ভবনে ফিরে যাওয়ার পথে তিনি আকাস্মিক গাড়ীর বোমাহামলার শিকার হয়ে মারা যান। তাঁর গাড়ী বোমা বিস্ফোরণে বিধ্বস্তহয়। প্রেসিডেন্টঘটনাস্থলেইমারা যান।

    ডাইনিং স্ট্রীট থেকে মার্গারেট থ্যাচারের বিদায়

১৯৯০ সালের ২২ নভেম্বর ব্রিটেনের তত্কালীণ প্রধান মন্ত্রী মাগারেট থ্যাচার ঘোষণা ব্রিটেনের কনজার্ভেটিভ পাটির নেতা আর প্রধান মন্ত্রীর পদ ত্যাগ করার সিদ্ধান্তঘোষণা করেন।