২১ নভেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন লিখুদ গোষ্ঠী থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন।
লিখুদ গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাচি হানেগবির কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি বলেছেন, তিনি লিখুদ গোষ্ঠী থেকে পদত্যাগ এবং একটি নতুন পার্টি প্রতিষ্ঠা করবেন।
জানা গেছে, সাময়িকভাবে হানেগবি লিখুদ গোষ্ঠীর চেয়ারম্যান দায়িত্ব পালন করেন এবং ২৪ নভেম্বর লিখুদ গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি সম্মেলন আয়োজন করে নতুন চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা করবেন।
|