v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-21 19:58:15    
১৫--২১ নভেম্বর,২০০৫

cri
সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা নিরাপত্তা ফোরাম সমাপ্ত

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ১০দিন ব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা নিরাপত্তা ফোরাম ১৬ নভেম্বর পেইচিংয়ে সমাপ্ত হয়েছে।

এবারকার ফোরামের প্রসঙ্গ হল "চীনের শান্তিপূর্ণ উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা"। ফোরামে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাস দমন সহযোগিতা,সাংহাই সহযোগিতা সংস্থার ভূমিকা এবং ভবিষ্যত্ ইত্যাদি প্রধান ও তপ্ত আন্তর্জাতিক প্রশ্ন নিয়ে ব্যাপক ও গভীরভাবে আলোচনা ও আদান-প্রদান করেছেন।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক ছিয়েন লিহুয়া সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চীন সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন সদস্য দেশের সঙ্গে অব্যাহতভাবে সাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা গভীর পর্যায়ে ও সঠিক দিকে এগিয়ে নেবে, বিশ্বের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে প্রয়াস করবে।

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ কাজাখস্তান, চীন, কির্গিজস্তান, রাশিয়া, তাজিকস্তান, উজবেকিস্তান ও পর্যবেক্ষক দেশ মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান, ভারত ইত্যাদি দেশের ২৬জন উচ্চ ও মধ্য পর্যায় সামরিক কর্মকর্তারা এবারকার ফোরামে অংশ নিয়েছেন।

ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত

১৩তম সার্ক শীর্ষ সম্মেলন ১৩ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাপ্ত হয়েছে।

সম্মেলনের প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, সার্ক দারিদ্র্যবিমোচন প্রভৃতি বিষয়ে মতৈক্য অর্জন করেছে এবং সার্কের নতুন সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার জন্য রাজী হয়েছে। এর সঙ্গে সঙ্গে সার্ক শীর্ষ সম্মেলন জানিয়েছে যে, পর্যবেক্ষক হিসেবে সার্কে চীন ও জাপানের অন্তর্ভুক্তি সম্পর্কে যথাশীঘ্র বিশেষ অধিবেশন আয়োজন করা হবে।

পাকিস্তানের পূণর্গঠন সম্মেলনে চীন অংশ নেবে

১৯ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তানের ভূমিকম্প-উত্তর পুনর্গঠনে সাহায্য দান সংক্রান্ত আন্তর্জাতিক অধিবেশনে বিশ্ব সমাজ পাকিস্তানের ভূমিকম্প দুর্গত এলাকায় সুবিধাজনক শর্তে ৩.৯বিলিয়ন মার্কিন ডলারের ঋণ আর ১.৯ বিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহ ৫.৮ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য দান করার প্রতিশ্রুতি দিয়েছে ।

অধিবেশনে চীন পক্ষ সাহায্য দানের কতকগুলো নতুন ব্যবস্থা ঘোষণা করেছে । এই সব ব্যবস্থা অনুযায়ী , বালাকোট অঞ্চলে ভ্রাম্যমাণ হাসপাতাল , বিদ্যালয় আর ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র গড়ে তোলা হবে এবং কারাকোরাম হাইওয়ে মেরামত করা হবে । এই সব প্রতিশ্রুতি কার্যকরী করার জন্য চীন পক্ষ পাকিস্তানকেসুবিধাজনক শর্ত ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ দান করবে ।

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারাফ ১৯ নভেম্বর ইসলামাবাদে ভূমিকম্প-উত্তর পুনর্গঠনে সাহায্য দান সংক্রান্ত আন্তর্জাতিক অধিবেশনে পাকিস্তানের ভূমিকম্প দুগর্ত এলাকার পুনর্গঠন বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেছেন ।

তিনি বলেছেন , পুনর্গঠনের পরিকল্পনায় ৪ লক্ষ বাড়িঘরের নির্মাণ অন্তর্ভুক্ত । সেতু , সড়ক প্রভৃতি বুনিয়াদি ব্যবস্থাও ধাপে ধাপে পুনরুদ্ধার হবে । পরিকল্পনা অনুযায়ী , দুর্গত এলাকায় পূর্ণাংগ চিকিত্সা ব্যবস্থাও গড়ে তোলা হবে । তা ছাড়া ভূমিকম্প-উত্তর ত্রাণ আর পুনর্গঠনের সমন্বয় করার জন্য পাক সরকার প্রেসিডেন্ট ত্রাণ তহবিল , ফেডারেল ত্রাণ কমিটি ইত্যাদি সরকারী সংস্থাও প্রতিষ্ঠা করেছে ।

তিনি সংগে সংগে ভারতের উদ্দেশ্যে পাকিস্তানের সংগে মিলে যত তাড়াতাড়ি সম্ভব কাশমির সমস্যা নিষ্পত্তি করার জন্য মিলিত প্রচেষ্টা চালাবার আহবান জানিয়েছেন।

কাশমিরে ভারত আর পাকিস্তানের প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর প্রথম ফাঁড়ি উন্মুক্ত

২০ নভেম্বর ভারতের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , অধিবাসীদের আসা-যাওয়ার সুবিধার জন্য ভারত আর পাকিস্তান কাশমিরে প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর প্রথম ফাঁড়ি খুলেছে ।

একই দিন প্রকাশিত হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে , ভূমিকম্পে যোগাযোগ ছিন্ন- হওয়া আত্মীয় স্বজনের সংগে দেখা করার জন্য ১৯ নভেম্বর ভারত নিয়ন্ত্রীত কাশমিরের ২৪জন অধিবাসী প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর ভারত পক্ষের একটি ফাঁড়ির মাধ্যমে পাকিস্তান নিয়ন্ত্রীত কাশমিরে প্রবেশ করেছেন । কিন্তু যাতায়াতের ব্যবস্থা সম্পন্ন হয় নি বলে একই দিন পাকিস্তান নিয়ন্ত্রীত অঞ্চলের কোনো অধিবাসী ভারত নিয়ন্ত্রীত অঞ্চলে প্রবেশ করেন নি ।

খবরে প্রকাশ , অধিবাসীদের আসা যাওয়া অনুমতি দেয়ার জন্য ২৪ নভেম্বর উভয় পক্ষ সম্ভবতঃ আরো দুই ফাঁড়ি খুলবে ।

রাজাপাকশা শ্রীলংকার প্রেসিডেন্ট হন

শ্রীলংকার নির্বাচন কমিটির ১৮ নভেম্বর প্রকাশিত প্রেসিডেন্ট নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুসারে ক্ষমতাসীন ফ্রীডম পার্টির পদপ্রার্থী, বর্তমান প্রধানমন্ত্রী মাহিনদা রাজাপাক্সে ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫০.৩ শতাংশ ভোট পেয়েছেন। তিনি বিরোধী পার্টি, অর্থাত পিপলস এলাইয়্যাস পার্টির পদপ্রর্থী রানিল বিক্রম সিংহকেকে পরাজিত করে বিজয় লাভ করেছেন।

শ্রীলংকার নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রীলংকার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জানা গেছে, রাজাপাকশে শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সরকার-বিরোধী তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার নেতাদের সঙ্গে মুখোমুখি শান্তি আলোচনা করে গৌরবময় শান্তি অর্জনের আশা প্রকাশ করেছেন। তিনি অব্যাহতভাবে শ্রীলংকার অর্থনীতির বিকাশ এবং সমাজের স্থিতিশীলতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজাপাকশে সবসময় বলেন, শ্রীলংকার উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে পূর্নাঙ্গ স্বশাসিত অস্থায়ী প্রশাসনিক সংস্থা প্রতিষ্ঠা সম্পর্কে টাইগার সংস্থার উত্থাপিত প্রস্তাব নিয়ে তিনি আপোষ করবেন না। তিনি দেশের অখন্ডতা এবং সংহতি রক্ষা করবেন।

শ্রীলংকার সংবিধান অনুযায়ী, ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্র্রেসিডেন্ট নির্বাচিত হন, তাঁর কার্য মেয়াদ ৬ বছর। কিভাবে একটানা বিশাধিক বছর স্থায়ী জাতীয় সংঘর্ষের অবসান ঘটানো যাবে তা রাজাপাকশের একটি কঠিন পরীক্ষা।

এপেকের ১৭তম মন্ত্রীসম্মেলন বুসানে সমাপ্ত

এপেকের ১৭তম মন্ত্রী সম্মেলন ১৬ নভেম্বর দুপুরে দক্ষিণ কোরিযার বুসানে সমাপ্ত হয়েছে । এটি ছিল ১৮ থেকে ১৯ নভেম্বরপর্যন্ত বুসানে অনুষ্ঠিতব্য এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূল সম্মেলনটি।

মন্ত্রী সম্মেলনে বিশ্ববানিজ্য সংস্থার দোহা রাউন্ডের বৈঠক , আঞ্চলিক বানিজ্য চুক্তি ও অবাধ বানিজ্য চুক্তি সমর্থন , অর্থ ও কৌশলগত সহযোগিতা , সন্ত্রাস দমন সহযোগিতা জোরদার, বার্ডফ্লু প্রতিরোধ,এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সংস্থার সংস্কার প্রভৃতি বিষয় পর্যালোচনা করা হয়েছে ।

সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে , সম্মেলনে বোগোর লক্ষ্য বাস্তবায়নের অন্তঃবর্তীকালীন রিপোর্ট আর বোগোর লক্ষ্য বাস্তবায়নের "বুসান রোডম্যাপ" পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে ।

এপেকের ত্রয়োদশ অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন সমাপ্ত

এপেকের দু'দিনব্যাপী ত্রয়োদশ অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে সমাপ্ত হয়েছে । সম্মেলনে ডাবলিও টি ও'র দোহা রাউন্ড আলোচনা দ্রুত করা সংক্রান্ত বিবৃতি আর এপেকের ত্রয়োদশ অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন সংক্রান্ত যুক্ত ঘোষণা অর্থাত্ বুসান ঘোষণা অনুমোদিত হয়েছে ।

বুসান ঘোষণায় বলা হয়েছে , এবারকার সম্মেলনের লক্ষ্য এই অঞ্চলের স্থিতিশীলতা , নিরাপত্তা ও সমৃদ্ধি ত্বরান্বিত আর বাস্তবায়িত করা । ঘোষণায় বোগোর লক্ষ্য নিয়ে মধ্য মেয়াদী পর্যালোচনার সুফলের প্রতি স্বাগত জানানো হয়েছে এবং বুসান রোড ম্যাপ বাস্তবায়নের পদক্ষেপ দ্রুত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে । বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ত্বরান্বিত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে পুরনায় ঘোষণা করেছে ।

বিশ্ব তথ্য সমাজ শীর্ষ সম্মেলনের তিউনিসিয়া পর্যায় অধিবেশন সমাপ্ত

তিন দিন ব্যাপী বিশ্ব তথ্য সমাজ শীর্ষ সম্মেলনের তিউনিসিয়া পর্যায়ের অধিবেশন ১৮ নভেম্বর শেষ হয়েছে।

অধিবেশনে উন্নয়নমুখী দেশগুলোর তথ্য সমাজের নির্মান ত্বরান্বিত করা এবং ডিজিটাল ব্যবধান কমানোর ক্ষেত্রে কিছু কার্যকরী ব্যবস্থা উত্থাপিত হয়েছে এবং "তিউনিসিয়া প্রতিশ্রুতি" আর "তিউনিসিয়া তথ্য সমাজের কর্মসূচী" এই দুটি গুরুত্বপূর্ণ দলিল গৃহীত হয়েছে। অধিবেশনে ইন্টারনেটের আন্তর্জাতিক প্রশাসনিক ব্যবস্থাপনা সংস্কারের ব্যাপারে বর্তমানে যুক্তরাষ্ট্রকর্তৃক ইন্টারনেটের ডমেন নাম স্থির করার বর্তমান অবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সমস্যার সমাধানের উপায় নিয়ে অব্যাহতভাবে আলোচনার জন্য একটি ইন্টারনেট পরিচালনা ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে।

এবারকার সম্মেলনে অংশগ্রহনকারী চীনের সরকারী প্রতিনিধি দলের মুখপাত্র শা জু কাং সেদিন বলেছেন, চীন গণতান্ত্রিক, স্বচ্ছ এবং উন্মুক্ত আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থাপনা প্রতিষ্ঠার আহ্বান জানায়। তিনি উল্লেখ করেছেন, ইন্টারনেটের পরিচালনা নেটের সম্পদ এবং নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই বিভিন্ন দেশের এই ধরনের গণ নীতি সংক্রান্ত সমস্যা সংক্রান্ত আলোচনায় অংশ নেয়া উচিত।

এশিয়ার সংসদের শান্তি পরিষদের ষষ্ঠ বার্ষিক সম্মেলন শুরু

এশিয়ার সংসদের শান্তি পরিষদের ষষ্ঠ বার্ষিক সম্মেলন ২০ নভেম্বর থাইল্যান্ডের ছাংওয়াট ছোন বুরি প্রদেশের পাট্টায়া শহরে উদ্বোধন হয়েছে।

থাইল্যান্ডের সংসদের উর্ধ পরিষদের স্পীকার সুছোন ছালিখুরে উদ্বোধনী অনুষ্ঠানে সগপতিত্ব করেছেন। তিনি উদ্বোধনী ভাষণে বলেছেন যে, বর্তমানে শান্তির মানে কেবল যুদ্ধের হুমকি দূর করা নয়, বরং মানবজাতির সামাজিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করা।

২০ নভেম্বর থাইল্যান্ডের কংগ্রেসের চেয়ারম্যান ও নিম্ন পরিষদের স্পীকার বোকিন থাইল্যান্ডের ছাংওয়াট ছোন বুরি প্রদেশের পাথায়া শহরে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস-চেয়ারম্যান কু সিউ লিয়েনের সঙ্গে সাক্ষাত করেছেন। কু সিউ লিয়েন এশিয় সংসদের শান্তি সমিতির(এই এই পি পি) ৬তম বার্ষিকী সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডে এগিয়েছেন।

সাক্ষাত্কালে কু সিউ লিয়েন বলেছেন, চলতি বছর হচ্ছে দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী। তিনি আশা করেন দু'দেশের সুসম্পর্ক বজায় থাকবে এবং দিনদিন উন্নত হবে। তিনি চলতি বছরের বার্ষিকী সম্মেলনের সাফল্য কামনা করেছেন। বোকিন বলেছেন, দু'দেশের মধ্যকার মৈত্রী সুদীর্ঘ। তিনি আশা করেন, চীনের সমর্থনে এবারকার বার্ষিকী সম্মেলন সফল হবে।

উল্লেখ্য এই এই পি পি হচ্ছে এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সার্বভৌম দ্বীপ দেশের সংসদ নিয়ে গঠিত আঞ্চলিক সংসদ সংস্থা। ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় তা প্রতিষ্ঠিত হয়।

ইসরাইল এবং ফিলিস্তিন গাজা অঞ্চলের সীমান্ত উন্মূক্ত করার ব্যাপারে মতৈক্য

ইসরাইলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কোন্দোলেজা রাইস ১৫ নভেম্বর ঘোষণা করেছেন, ইসরাইল এবং ফিলিস্তিন গাজা অঞ্চলের সীমান্ত উন্মূক্ত করার ব্যাপারে একটি মতৈক্য চুক্তিতে পৌঁছেছে।

এই চুক্তি অনুসারে গাজা অঞ্চল এবং মিসরের মধ্যকার রাফা স্থলবন্দর ২৫ নভেম্বর খোলা হবে। গাজা অঞ্চলের ফিলিস্তিনীরা অবাধে প্রবেশ করতে বা বাইরে যেতে পারবেন। গাজা অঞ্চলের বন্দর নির্মানও সঙ্গে সঙ্গে শুরু হবে। চুক্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনীরা গাড়ী বহর যোগে গাজা অঞ্চল এবং জর্ডান নদীর পশ্চিম তীর অঞ্চলের মধ্যে আসা-যাওয়া করবে।

জাতিসংঘের মহা সচিব কোফি আনান ১৫ নভেম্বর তাঁর মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতিতে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে অর্জিত গাজা অঞ্চল ও মিসরের মধ্যকার সীমান্তের রাফা স্থলবন্দর উন্মূক্ত করার চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

অন্য খবরে প্রকাশ, ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৫ নভেম্বর বলেছেন, তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি চুক্তিতে মতৈক্য হওয়া সম্ভব। ইসরাইল পক্ষ ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করতে চাইলে সর্বাধিক আধা বছরের মধ্যেই ফিলিস্তিন এবং ইসরাইল একটি শান্তি চুক্তিতে মতৈক্য অর্জন করতে পারবে।

সিরিয়ার উচিত হারিরি হত্যার ঘটনায় সহযোগিতা করা

লেবাননে সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব ইব্রাহিম গামবারি ১৪ নভেম্বর সিরিয়ার উদ্দেশ্যে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার ঘটনা তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মার্কিন সরকারও একই দিন সিরিয়ার প্রতি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে তাগিদ দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক তদন্ত কমিটির উদ্দেশ্যে ন্যায্যপরায়ণতার সঙ্গে এ ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

একই দিন বৈরুতে লেবাননের আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গামবারি সংবাদ মাধ্যমকে বলেছেন,তিনি মনে করেন যে, সিরিয়াকে আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতা করতে হবে, কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অভিন্ন সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সামনে সিরিয়া আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তার কথা আর কাজ সংগতিপূর্ণ হওয়া উচিত।