চীনের জলসেচ মন্ত্রনালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , বর্তমানে চীনের ৪০ হাজার নদ-নদীর অববাহিকায় সংস্কার কাজ চালাবার ফলে পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং পানি ও ভূমির ক্ষয়ক্ষতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে এসেছে ।
চীনের জলসেচ মন্ত্রনালয়ের উপমন্ত্রী অ চিন পিং বলেছেন , চীন বিশ্বের এমন অন্যতম দেশ , যে দেশে পানি ও ভূমির গুরুতর ক্ষয়ক্ষতি ঘটে । পানি ও ভূমির ক্ষয়ক্ষতির আয়তন দেশের ভূভাগের এক তৃতীয়াংশ । নদ-নদীর অববাহিকায় পানি ও ভূমি সংরক্ষণের নির্মাণকাজ চালাবার মাধ্যমে পানি ও ভূমি সম্পদ যুক্তিযুক্তভাবে কাজে লাগানো হয়েছে ।
|