চীনের ইয়াংশি নদীর কেন্দ্রীয় তিন-গিরিখাত প্রকল্প উন্নয়ন কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি অনুমান করে বলেছেন, আগামী ৫ বছরে তিন-গিরিখাত বিদ্যুত স্টেশন মোট ৩৬০ বিলিয়ন কিলোওয়াট-ঘন্টার বেশী বিদ্যুত উত্পাদন করবে।
জানা গেছে, তিন-গিরিখাত বিদ্যুত স্টেশন হচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুত স্টেশন। সম্ভবতঃ ২০০৮ সাল নাগাদ এই স্টেশনের পুরো প্রকল্প বিদ্যুত উত্পাদিত হবে। এর সঙ্গে সঙ্গে বিদ্যুত উত্পাদনের পরিমাণ বাড়বে। ফলে চীনের শক্তিসম্পদের টানাটানি অবস্থা প্রশমিত অনুকূল।
|