v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-21 16:49:09    
২১ নভেম্বর

cri
   ** ইউরোপের প্রথম সরাসরি টেলিভিশন সম্প্রচার উপগ্রহ উতক্ষেপন

    ১৯৮৭ সালের ২১ নভেম্বর জামার্নীর প্রথম সরাসরি টেলিভিশন অনুষ্ঠানসম্প্রচার উপগ্রহ 'আলিয়ানা' রকেটের সাহায্যে সাফল্যজনকভাবে উতক্ষেপন করা হয়। এ থেকে প্রতিপন্ন হয় যে পশ্চিম ইইরোপের টেলিভিশন ব্রতোকটি নতুন যুগের সুত্রপাত হয়।

    বসনিয়া-হেজেগোর্ভিনা শান্তি আলোচনার চুক্তি স্বাক্ষরিত

 ১৯৯৫ সালের ২১ নভেম্বর প্রাক্তন যুগোস্লাভিয়া অঞ্চলের সবোর্চ্চ নেতা--- যুগোস্লাভিয়া ইউনিয়নের সার্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, ক্রোয়েসিয়ার প্রেসিডেন্ট এবং সাবির্য়া-মন্টিনেগ্রোর প্রেসিডেন্টের মধ্যে বুসনিয়া-হেজেগোর্ভিনা শান্তি আলোচনার চুক্তি স্বাক্ষরিত হয়।

 দ্বিতীয় মহা যুদ্ধ শেষ হওয়ার পর বুসনিয়া হেজেগোভির্না যুদ্ধ ছিল ইউরোপে বাঁধানো সবচেয়ে বড় আকারের যুদ্ধ। প্রায় চার বছরব্যাপী যুদ্ধে ২ লক্ষ মানুষ প্রাণ     হারায়। ২ লক্ষ লোক গৃহহারা হন।

    লন্ডনের পাতাল রেলস্টেশনেঅগ্নিকান্ড ঘটে

 ১৯৮৭ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় লন্ডনের পাতাল রেল স্টেশনে অগ্নিকান্ড ঘটে। এতে ৩২ জন নিহত আর এক শতাধিক লোক আহত হয়। রানী এলিজাবেথ এই দুযোর্গের জন্য গভীর শোক প্রকাশ করেন।তত্কালীণ প্রধান মন্ত্রী মাগার্রেট থ্যাচার ঘটনাস্থলপরিদর্শন করতে যান এবং হসপাতালে আহতদের সমবেদনা জানাতে যান।

 অগ্নিকান্ডে দমকলবাহিনীর দু'জন সদস্য মারা যান আর দু'জন আহত হন। আগুন দাউ দাউ করে জ্বালার দু'ঘন্টা পর নিভে যায়।

    ব্রিটেন সরকার গ্রীন উইচ মান সময়ের ব্যহার বাতিল করার সিদ্ধান্ত নেয়

 ১৯৮৫ সালের ২১ নভেম্বর ব্রিটেন সরকার ঘোষণা করে, আর্থিক অভাবের কারনে ব্রিটেন সরকার গ্রীন উইচ মান সময় বাতিল করার সিদ্ধান্ত নেয়।

 চীনের রাজধানী পেইচিংএ চীনের বিজ্ঞান ও প্রযুক্তিভবনের নিমার্ন কাজ শুরু

 ১৯৮৪ সালের ২১ নভেম্বর চীনের রাজধানী পেইচিংএ চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের নিমার্ন কাজ শুরু হয়। চীনা জাতির বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্য প্রচার করা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জনপ্রিয় করার লক্ষ্যে এই ভবন নিমার্ন করার সিদ্ধান্ত নেওযা হয়। চীনের তত্কালীণ শীর্ষ নেতা তেং শিও পিন এই ভবনের জন্যে অভিলেখন লিখেন। ১৯৫৮ সালে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নিমার্নের কথা ছিল। আর্থিক অভাবের কারনে এই নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়।

    মিসর আর ইস্রাইলের মধ্যে সমঝোতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়

 ১৯৭৭ সালের ২১ নভেম্বর মিসর আর ইস্রাইলের মধ্যে সমঝোতামুলক চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৭ সালের ২১ নভেম্বর মিসরের প্রেসিডেন্ট আরোয়ার সাদাত তাঁর ইস্রাইল সফর শেষ করেন।সফরকালে তিনি ইস্রাইলের প্রধান মন্ত্রী বেচিনের সঙ্গে হাতে হাত মিলিয়ে 'যুদ্ধ বন্ধের' প্রতিশ্রুতি দেন। কিন্তুতখন দু'দেশের মধ্যে যুদ্ধ চলছিল।বেচিন বলেন, সাদাতের ইজ্রাইল সফর একটি গুরুত্বপূর্ণ সফর।

    চেয়ারমান মাওয়ে নেতৃত্বে চীনের প্রতিনিধি দল সৌভিয়েত ইউনিয়ন সফর করে

 অক্টোবর বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে ১৯৫৭ সালে ২১ নভেম্বর চেয়ারমান মাওয়ের নেকৃতাধীন চীনের একটি প্রতিনিধি দল সৌভিয়েত ইউনিয়ন সফর করল।সফরকালে চীনের প্রতিনিধি দল ১৪টি সমাজতান্ত্রিক দেশের কমিউনিষ্ট পাটি আর ওয়াকার্স পাটির আহ্বানে আয়োজিত সম্মেলনে যোগ দেয়। সম্মেলনে 'সমাজতান্ত্রিক দেশের কমিউনিষ্ট পাটি আর ওয়াকার্স পাটির ঘোষণা' আর 'শান্তি ঘোষণা' গৃহীত হয়। সম্মেলনে চীনের প্রতিনিধি দল চীনের মতাধিষ্ঠান ষ্পষ্টভাবে ব্যাখ্যা করে।