চীনের প্রধান পশুচিকিত্সক, চীনের কৃষি মন্ত্রণালয়ের পশুচিকিত্সা বিভাগের মহাপরিচালক চিয়া ইউ লিং বলেছেন, বর্তমানে চীন বার্ড-ফ্লু প্রতিরোধ কাজে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। দেশব্যাপী পশুপাখিদের টিকাদান অব্যাহত রয়েছে। চীনের বার্ড-ফ্লু পরিস্থিতি ক্রমাগত ভাল হয়ে যাচ্ছে।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, হুনান ও আনহুই প্রদেশের দু'জন বার্ড-ফ্লু রোগীর পরীক্ষা সযত্নে এবং সঠিকভাবে চলছে । এর ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা সন্তুষ্ট। তিনি আরো বলেছেন, বার্ড-ফ্লু প্রধানত গ্রামাঞ্চলে দেখা দেয় বলে চীনের তত্ত্বাবধানের মনোযোগ গ্রামাঞ্চলে কেন্দ্রীভূত। গ্রামাঞ্চলের তত্ত্বাবধানের আত্ততা বাড়বে।
চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের অরো দুটি জায়গায় বার্ড-ফ্লু ঘটেছে।
|