চীন আর যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান ২০ নভেম্বর বার্ডফ্লু প্রতিরোধের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা নিয়ে মিলিতভাবে প্রস্তাব উপস্থাপন করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন এবং দুদেশের বার্ডফ্লু প্রতিরোধের যৌথ কার্যকলাপ বিষয়ক দলিল প্রণয়ন করেছেন ।
দলিলে বলা হয়েছে , দুদেশ এইচ ৫ এন ১ বার্ডফ্লু সহ নতুন সংক্রামক রোগের বিস্তৃতি রোধ করার প্রচেষ্টা চালাবে এবং মানবজাতির সম্ভাব্য ইন্ফ্লুনজা প্রতিরোধ আর মোকাবিলা করার উপায় অন্বেষণ করবে । দুপক্ষ রাজী হয়েছে যে , বার্ডফ্লু প্রতিরোধ জোরদার করার ব্যাপারে দ্বিপাক্ষিক , বিশ্বজোড়া আর আঞ্চলিক সহযোগিতার দিক থেকে যৌথ কার্যকলাপ অবলম্বন করা হবে । ইন্ফ্লুনজার টিকা আর ওষুধের গবেষণা ও পরীক্ষা , দ্রুত প্রতিক্রিয়া আর ইন্ফ্লুনজার বিস্তৃতি মোকাবিলা করার ব্যাপারে দুদেশের স্বাস্থ্য আর কৃষি বিভাগের সহযোগিতা জোরদার হবে ।
|