১৯ নভেম্বর রাশিয়ার বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বুশানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রুহ মু-হিউনের সঙ্গে সাক্ষাত করার পর তথ্য মাধ্যমকে বলেছেন, রাশিয়া আশা করে দক্ষিণ কোরিয়ার অর্থ মহল দূর প্রাচ্যে তেলবাহী পাইপ বসানোর কাজে অংশ নেবে।
পুটিন বলেছেন, দূর প্রাচ্যে তেলবাহী পাইপ বসাতে মোটা অঙ্কের অর্থ দরকার। তিনি বিশ্বাস করেন এই বিরাট প্রকল্প সম্পর্কে এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সকল দেশ আগ্রহী। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরশক্তিসম্পদ সরবরাহ আরো নির্ভরশীল হবে।
রাশিয়ার শিল্প ও শক্তিসম্পদ মন্ত্রী ভিকটর বরিসভিচ খরিসটেনকো একই দিন তথ্য মাধ্যমকে বলেছেন, রাশিয়া সম্ভবতঃ দক্ষিণ কোরিয়ার ঋণ গ্রহণ করে দূর প্রাচ্যে তেলবাহী পাইপ স্থাপন করবে।
রাশিয়ার দূর প্রাচ্যে তেলবাহী পাইপ স্থাপন আগামী বছরের ১লা জুলাই থেকে শুরু হবে। এই পাইপটির ব্যবহার করে বছরে ৮ কোটি টন তেল পাঠানো যায়।
|