জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরোর আমন্ত্রণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ২০ নভেম্বর বিশেষ বিমান যোগে টোকিওয়ে পৌঁছে তাঁর দু'দিনব্যাপী আনুষ্ঠানিক জাপান সফর শুরু করেছেন।
সফরকালে পুতিন ও কোইজুমি জুনিছিরো উত্তর অঞ্চলের চারটি দ্বীপ, শক্তি সম্পদ, অর্থনৈতিক সহযোগিতা এবং উত্তরপূর্ব এশিয়ার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করবেন।
জানা গেছে, পুতিন জাপান সফরকালে ২০০৩ সালে স্বাক্ষরিত জাপান ও রাশিয়ার তত্পরতা কর্মসূচী অনুয়ায়ী দু'দেশের বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করা, যুক্তভাবে সন্ত্রাস দমন ইত্যাদি দশটিরও বেশি চুক্তি স্বাক্ষর করবে। তবে উত্তর অঞ্চলের চারটি দ্বীপের সমস্যায় দু'দেশের ব্যাপক মতভেদ রয়েছে বলে দু'দেশ এই সমস্যা সম্পর্কে চুক্তি স্বাক্ষর করবে না।
|