 ২০ নভেম্বর চীনের বিমানের সজ্জসরঞ্জাম আমদানী ও রপ্তানি গোষ্ঠী কোম্পানি পেইচিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোইং কোম্পানির সঙ্গে ৭০টি বি৭৩৭-৭০০ আর বি৭৩৭-৮০০ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে।
জানা গেছে, এইসব বিমানের মূল্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এসব বিমান চীনের আন্তর্জাতিক এয়া র লাইন কোম্পানি, প্রাচ্য এয়ার লাইন কোম্পনি ইত্যাদি চীনের ৮টি এয়ার লাইন কোম্পানিকে দেওয়া হবে।
তাছাড়া, চীনের বিমান সজ্জাসরঞ্জাম আমদানী ও রপ্তানি গোষ্ঠী কোম্পানি শীগগীরই বোইং কোম্পানির সঙ্গেঅন্য ৮০টি বি৭৩৭ বিমান কেনার চুক্তি স্বাক্ষর করবে। ফলে চীনের কেনা বিমানের সংখ্যা ১৫০টি পৌঁছবে।
|