চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট বুশ ১৯ নভেম্বর রাতে পেইচিং পৌঁছে চীন সফর শুরু করেছেন। দেশ-বিদেশের তথ্য মাধ্যম বুশের চীন সফরের উপরে গভীর মনোযোগ দিয়েছে।
হংকংয়ের "ওয়েন হুই" পত্রিকা মনে করে, বুশের চীন সফরের পর যুক্তরাষ্ট্রের চীন বিষয়ক নীতি একটি "পুনর্বিন্যাসের যুগে" প্রবেশ করবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরো জোরালো ভাষায় চীনের সক্রিয় ভূমিকা এবং সহযোগিতার সম্ভাবনা উল্লেখ করবে।
মার্কিন "চিকাগো ফোরাম" ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের রণনৈতিক মর্যাদা দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পরবর্তী যে কোনো সময়ের চেয়ে অধিক সমান হয়েছে।
চীনের প্রধান প্রধান সংবাদ মাধ্যম ২০ নভেম্বর গুরুত্বপূর্ণ পৃষ্ঠায় বুশের পেইচিংয়ে পৌঁছানোর খবর প্রকাশ করেছে। কিছু কিছু সংবাদ মাধ্যম ভাষ্যও প্রকাশ করেছে। তা ছাড়া, চীনের বহু ওয়েবসাইট বুশ চীন সফরের জন্য বিশেষ কলাম খুলেছে।
|