২০ নভেম্বর ভারতের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , অধিবাসীদের আসা-যাওয়ার সুবিধার জন্য ভারত আর পাকিস্তান কাশমিরে প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর প্রথম ফাঁড়ি খুলেছে ।
একই দিন প্রকাশিত হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে , ভূমিকম্পে যোগাযোগ ছিন্ন- হওয়া আত্মীয় স্বজনের সংগে দেখা করার জন্য ১৯ নভেম্বর ভারত নিয়ন্ত্রীত কাশমিরের ২৪জন অধিবাসী প্রকৃত নিয়ন্ত্রণ লাইন বরাবর ভারত পক্ষের একটি ফাঁড়ির মাধ্যমে পাকিস্তান নিয়ন্ত্রীত কাশমিরে প্রবেশ করেছেন । কিন্তু যাতায়াতের ব্যবস্থা সম্পন্ন হয় নি বলে একই দিন পাকিস্তান নিয়ন্ত্রীত অঞ্চলের কোনো অধিবাসী ভারত নিয়ন্ত্রীত অঞ্চলে প্রবেশ করেন নি ।
খবরে প্রকাশ , অধিবাসীদের আসা যাওয়া অনুমতি দেয়ার জন্য ২৪ নভেম্বর উভয় পক্ষ সম্ভবতঃ আরো দুই ফাঁড়ি খুলবে ।
|