চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২০ নভেম্বর পেইচিংয়ে সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশের সংগে বৈঠক করেছেন । বৈঠক শেষে দু' দেশের দুই নেতা যুক্তভাবে সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময় হু চিন থাও বলেছেন , সহযোগিতা আর উভয়ের জয় দুদেশের সম্পর্কের প্রধান গতিধারা । উভয় পক্ষের উচিত পরস্পরকে মর্যাদা প্রদর্শন করা আর অমিলকে পাশ কাটিয়ে মিলকে প্রাধান্য দিয়ে চলার মনোভাব পোষণ করে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতিপ্রথার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সুষ্ঠুভাবে মতভেদ নিষ্পত্তি করা ।
হু চিন থাও বলেছেন , দুদেশের দুই রাষ্ট্রপ্রধান মনে করেন যে , দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত করা দুদেশ ও দুদেশের জরগণের অভিন্ন স্বার্থের সংগে সংগতিপূর্ণ । উভয় পক্ষ সমতা ও পারস্পরিক উপকারিতা ও যৌথ উন্নয়নের নীতিতে অবিচল থেকে অনবরতভাবে সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করবে এবং উভয়ের জয় অর্জন করবে ।
|