২০ নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, চীনের পেইচিং , হোনান, শান'শি প্রভৃতি প্রদেশে বর্তমানে সুশৃঙ্খলভাবে বার্ড ফ্লুর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কাজ চলছে।
জানা গেছে, পেইচিং শহর বার্ড ফ্লুর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য শহরাঞ্চলে জ্যান্ত হাঁসমুরগী পালন নিষেধ করা, গোটা শহরে অস্থায়ীভাবে জ্যান্ত হাঁসমুরগী কেনাবেচা বন্ধ করা এবং পেইচিংয়ে পাঠানো পক্ষীজাত দ্রব্য পরিক্ষা এবং কোয়ারানটাইন করা প্রভৃতি ব্যবস্থা নিয়েছে।
হোনান প্রদেশ এইচ পাঁচ এন এক বার্ড ফ্লু মোকাবিলার যে জরুরী ব্যবস্থা চালু করেছে তা অনুযায়ী , বার্ড ফ্লু আবিস্কৃত হয়েছে কিনা রোজ তা বিভিন্ন স্তরের গণ সরকারের কাছে জানাতে হবে। হাঁসমুরগী ও হাঁসমুরগীর মাংসের অন্তঃপ্রদেশীয় পরিবহন কড়াকড়িভাবে তদারকি করা এবং আসা-যাওয়ার গাড়িগুলো বিশোধণ করার জন্য এই প্রদেশে চল্লিশাধিক অস্থায়ী প্রাণী কোয়ারানটাইন স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে।
বার্ড ফ্লুর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জ্ঞান প্রচারের জন্য শান'শি প্রদেশের কৃষি বিভাগ জরুরী প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে । প্রশিক্ষণ কোর্সে বিশেষজ্ঞরা গৃহপালিত পক্ষী মারা যাওয়ার পর প্রয়োজনীয় জরুরী ব্যবস্থা নেওয়া আর উচ্চ স্তরের সংস্থার কাছে রিপোর্ট দাখিলের প্রণালী ব্যাখ্যা করেছেন।
|