 ইরাক পুলিশ ১৯ নভেম্বর সংবাদ মাধ্যমকে জানিয়েছে , একই দিন বাগদাদের দক্ষিণাংশের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে । এ পর্যন্ত কমপক্ষে ১২জন মারা গেছে আর ১৫ জন আহত হয়েছে ।
পুলিশ বলেছে , বিস্ফোরণ ঘটেছে স্থানীয় সময় সকাল দশটায় ।
গত ২৪ ঘন্টায় ইরাকে এটাই ছিল আরেকটা মারাত্মক বিস্ফোরণ ঘটনা । ১৮ নভেম্বর পূর্ব ইরাকের একটি ছোট থানায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের দুই মসজিদ যথাক্রমে আত্মঘাতী বোমা বিস্ফোরণের শিকার হয়েছে । ফলে কমপক্ষে ৭০জন নিহত আর শতাধিক জন আহত হয়েছে ।
|