বিশ্ব স্বাস্থ্যের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন ১৮ নভেম্বর রোমে সমাপ্ত হয়েছে। সম্মেলনে প্রকাশিত "রোম ঘোষণায়" উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশের বার্ড ফ্লু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা উচিত, যাতে বার্ড ফ্লুর ভাইরাস প্রাণী থেকে মানবজাতির মধ্যে ছড়িয়ে না পড়ে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি প্রভৃতি সাতটি পাশ্চাত্য রাষ্ট্র গোষ্ঠী এবং মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রীরা বা তাঁদের প্রতিনিধিরা এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিনিধিরা একমত হয়েছেন যে, বিভিন্ন দেশ অব্যাহতভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা করবে, বার্ড ফ্লু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন দেশকে তাগিদ দেবে, বার্ড ফ্লু প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের সামর্থ্য বৃদ্ধি করবে, আকস্মিক সংক্রামক ব্যাধি মোকাবিলার সামর্থ্য বাড়াবে। আটটি দেশের প্রতিনিধিরা সবাই মনে করেন , টিকা এবং ভাইরাস প্রতিরোধক ঔষধ জমা রাখার একটি বৃহত্ ভান্ডার স্থাপন করা দরকার, যাতে সারা বিশ্বের গণ স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
|