এপেকের দু'দিনব্যাপী ত্রয়োদশ অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে সমাপ্ত হয়েছে । সম্মেলনে ডাবলিও টি ও'র দোহা রাউন্ড আলোচনা দ্রুত করা সংক্রান্ত বিবৃতি আর এপেকের ত্রয়োদশ অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন সংক্রান্ত যুক্ত ঘোষণা অর্থাত্ বুসান ঘোষণা অনুমোদিত হয়েছে ।
বুসান ঘোষণায় বলা হয়েছে , এবারকার সম্মেলনের লক্ষ্য এই অঞ্চলের স্থিতিশীলতা , নিরাপত্তা ও সমৃদ্ধি ত্বরান্বিত আর বাস্তবায়িত করা । ঘোষণায় বোগোর লক্ষ্য নিয়ে মধ্য মেয়াদী পর্যালোচনার সুফলের প্রতি স্বাগত জানানো হয়েছে এবং বুসান রোড ম্যাপ বাস্তবায়নের পদক্ষেপ দ্রুত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে । বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা ত্বরান্বিত করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে পুরনায় ঘোষণা করেছে ।
|