শ্রীলংকার নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শ্রীলংকার পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
জানা গেছে, রাজাপাকশে শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সরকার-বিরোধী তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার নেতাদের সঙ্গে মুখোমুখি শান্তি আলোচনা করে গৌরবময় শান্তি অর্জনের আশা প্রকাশ করেছেন। তিনি অব্যাহতভাবে শ্রীলংকার অর্থনীতির বিকাশ এবং সমাজের স্থিতিশীলতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজাপাকশে সবসময় বলেন, শ্রীলংকার উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে পূর্নাঙ্গ স্বশাসিত অস্থায়ী প্রশাসনিক সংস্থা প্রতিষ্ঠা সম্পর্কে টাইগার সংস্থার উত্থাপিত প্রস্তাব নিয়ে তিনি আপোষ করবেন না। তিনি দেশের অখন্ডতা এবং সংহতি রক্ষা করবেন।
শ্রীলংকার সংবিধান অনুযায়ী, ভোটারদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্র্রেসিডেন্ট নির্বাচিত হন, তাঁর কার্য মেয়াদ ৬ বছর। কিভাবে একটানা বিশাধিক বছর স্থায়ী জাতীয় সংঘর্ষের অবসান ঘটানো যাবে তা রাজাপাকশের একটি কঠিন পরীক্ষা।
|