১৮ নভেম্বর পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ও ইউ.এন.ই.পি. পেইচিংয়ে যে সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছে তা অনুযায়ী দু'পক্ষ পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং এক সঙ্গে 'সবুজ অলিম্পিক গেমসের' কাজ ত্বরান্বিত করবে।
সমঝোতা স্মারকলিপি অনুযায়ী, আগামী কয়েক বছরে ইউ.এন.ই.পি. পেইচিংয়ের সঙ্গে সহযোগিতা চালিয়ে পেইচিংয়ের পরিবেশ সংরক্ষণ ও উন্নত করবে। এর সঙ্গে সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অলিম্পিক গেমস অনুষ্ঠানের সুযোগ বিভিন্ন ব্যবস্থা নিয়ে শহরের পরিবেশের মানের উন্নতি ত্বরান্বিত করবে, অলিম্পিক গেমসের নির্মল পরিবেশ নিষ্চিত করার প্রশাসনিক উপায় খুঁজে বের করবে এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলবে।
সবুজ অলিম্পিক গেমস হচ্ছে পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমসের একটি গুরুত্বপূর্ণ ধারণা। তার প্রধান বিষয় হচ্ছে বিপুলমাত্রায় শহরের পরিবেশের মান উন্নত করা এবং অলিম্পিক গেমসের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা।
|