চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি বিভাগের পরিচালক লু চিয়েন হুয়া ১৭ নভেম্বর আন্তর্জাতিক তেলের দাম প্রসঙ্গে আরেকবার তেলের ক্ষেত্রে চীন একটি তথাকথিত তত্ত্ব খন্ডণ করেছেন। তিনি বলেছেন, অন্য দেশের তুলনায় চীনের ১.৩ বিলিয়ন জনগণ গত বছরে যে ১৬ কোটি ৮০ লক্ষ টন তেল ব্যবহার করেছে তা সত্যি বেশী বলা যায় না।
তিনি বলেছেন, চীনের তেল আমদানির কারণে আন্তর্জাতিক তেলের দাম বেড়েছে তা ভিত্তিহীণ। বর্তমানে চীনের প্রধান শক্তিসম্পদ চাহিদা নিজেই মেটাতে পারে। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শুধু ৫শতাংশ আমদানি হয়।
১৭ নভেম্বর আন্তর্জাতিক তেলের দাম গত ৫ মাসের নিম্নমানে পৌঁছেছে। এ নিয়ে লু চিয়েন হুয়া বলেছেন, এ একটি ইতিবাচক খবর। তেলের দাম স্বাভাবিক হচ্ছে এবং আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে।
|