১৭ নভেম্বর রাশিয়ার তেল পরিবহন কোম্পানির মহাপরিচালক বলেছেন , রাশিয়া কাজাখস্তানের মাধ্যমে চীনে তেল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ।
রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে প্রকাশ , রাশিয়ার তেল পরিবহন কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে , তাঁদের প্রণীত এক পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার ওমস্ক ও কাজাখস্তানের পাভলোদার মধ্যকার তেলবাহী নলের মাধ্যমে রাশিয়ার তেল প্রথমে কাজাখস্তানে পাঠানো হবে । তারপর আটাসু- আলাতায়া সানকৌ তেলবাহী নলে রাশিয়ার তেল চীনে পাঠানো হবে ।
রাশিয়ার লুকোইল তেল কোম্পানিও আটাসু- আলাতায়া সানকৌ তেলবাহী নল ব্যবহার করে চীনে তেল রফতানি করার ইচ্ছা প্রকাশ করেছে।
|