v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-18 18:00:51    
পর্যটন দেশ স্পেন

cri

    স্পেন দক্ষিণ-পশ্চিম ইউরোপের ইব্রিয়ান উপদ্বীপে অবস্থিত, স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল, উত্তর-পূর্ব দিকে ফ্রান্স ও আন্দোরার সঙ্গে সংলগ্ন। উত্তর দিকে

বিস্কাই উপসাগর, দক্ষিণ দিকে জিব্রালটার প্রণালী, প্রণালীর ওবারে মরক্কো, পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে সাগর। স্পেনের সমুদ্র লাইন প্রায় ৭হাজার ৮০০ কিলোমিটার লম্বা, আয়তন ৫লক্ষ ৫হাজার ৯০০ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা ৮কোটি ২৭ লাখ ১৭হাজার, প্রধানত কাস্টিলিয়ান। স্পেনিশ সরকারী ভাষা। সারা দেশে ৯৬% নাগরিক ক্যাথলিক খ্রীষ্টান। রাজধানী মাদ্রিদ।

    স্পেন মাঝারী উন্নত ধনতান্ত্রিক দেশ। ২০০৪ সালের জি.ডি.পি ১০৯১.৬৭৮ বিলিয়ন মার্কিন ডলার তার স্থান বিশ্বে একাদশ। মাথাপিছু উত্পাদনমূল্য ২৬ হাজার ৫৯৩ মার্কিন ডলার।

    স্পেনের শিল্প প্রধানত: জাহাজ-নির্মান শিল্প, , গাড়ী, সিমেনন্ট, খনিক শিল্প বস্ত্রবয়ন, রাসায়নিক শিল্প ও বিদ্যুত্ ইত্যাদি। এর মধ্যে ইস্পাত, সিমেন্ট, গাড়ী ইত্যাদি শিল্প ইউরোপে বিখ্যাত্, পাকা চামড়া জাত দ্র্যব বিশ্বে বিখ্যাত্। পরিসেবা স্পেনের গুরুত্বপূর্ণ শিল্প। ৬৫% লোক পরিসেবায় নিয়োজিত।

    স্পেন বিশ্বের অন্যতম পর্যটন দেশ, পর্যটন শক্তি সম্পদ প্রচুর। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সাগরের উপকূল আছে, বৈচিত্র্যময় সংস্কৃতিও স্পেনের পর্যটন শক্তি সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। দক্ষিণ অঞ্চলে আরব সংস্কৃতিক স্থাপত্য আছে, রাজধানী মাদ্রিদে বিভিন্ন ধরনের প্রাচীন স্থাপনা, এবং বিশ্ব বিখ্যাত্ স্পেনের গরুর লড়াই, স্টেপ নাচ, স্পন কানভাস(canvas) ও অন্যান্য বেসরকারী সংস্কৃতি ইত্যাদি পর্যটকদের আর্কষণ করা হয়। ২০০৪ সালে মোট ৫৩ মিলিয়ন বিদেশী পর্যটক স্পেনে বেড়াতে গিয়েছেন। স্পেনের পর্যটন বৈদেশিক মূদ্রার পর্যটন আর যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে রয়েছে।

    দীর্ঘ ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক শক্তি সম্পদের কারণে স্পেনে বহু সংস্কৃতিবিদের আধির্ভাব ঘটে। তাঁরা মানবজাতির সংস্কৃতির জন্যে অমর রচনা সৃষ্টি করেন। যেমন, সের্ভানটেসের অমর রচনা "ডন কুইস্কোট", বিখ্যাত্ লেখক ভেগার কয়েক শো নাটক, গায়ার কাভাস ইত্যাদি সাংস্কৃতিক উত্পাদন যে শুধু স্পেনীশের গর্ব তা নয়, তা বিশ্ব সংস্কৃতির অমূন্ন্য রতন।

    চীন ও স্পেনের মধ্যে ১৯৭৩ সালের ৯ মার্চ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে, দু'দেশ রাজনীতি, অর্থ-বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হচ্ছে। সম্প্রতি, চীন-স্পেন সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে, দু'পক্ষ বরাবরই উচ্চ পর্যায় যোগাযোগ বজায় রাখে, যাতে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করা যায়। ২০০৪ সালে, দু'দেশের বাণিজ্যের পরিমাণ ৭.২ বিলিয়ন মার্কিন ডলার।