শ্রীলংকার পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচন ১৭ নভেম্বর বিকাল চারটায় সমাপ্তহয়েছে। নির্বাচন প্রক্রিয়া মোটামুটি স্থিতিশীল ছিল।
শ্রীলংকার নির্বাচন কমিশন ১৭ নভেম্বর বলেছেন, এবারকার নির্বাচন "একটি অবাধ এবং ন্যায়সংগত নির্বাচন,কোনো বলপুর্বক তত্পরতা সংঘটিত হয় নি", প্রায় ৭০% থেকে ৭৫% পর্যন্ত ভোটদাতা সেদিন নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনকে তত্ত্বাবধান করার আন্তর্জাতিক পর্যক্ষেবকরা বলেছেন, সিংহলী অধ্যুষিত দক্ষিণাঞ্চলে ভোটদানের হার উচ্চু, তারিল টাইগার সংস্থার নিয়ন্ত্রিত উত্তরাঞ্চল এবং পূর্ব অঞ্চলে ভোটদানের হার নীচু।
খবরে প্রকাশ, ১৩জন পদপ্রাথীদের মধ্যে ক্ষমতাসীন ফ্রীডম পার্টির পদপ্রাথী, বর্তমান প্রধানমন্ত্রী মাহিনদা রাজাপাক্স ও প্রধান বিরোধী পার্টি, অর্থাত পিপলস এলাইয়্যাস পার্টির প্রার্থী, সাবেক প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ-এর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
|