v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-18 15:16:10    
লিউ জেংহুয়ার কাঁকড়া বিছা চাষ করার অভিজ্ঞতা

cri
    " যিনি কাঁকড়া বীছার চাষ করবেন, তিনি স্বচ্ছল হয়ে যাবেন।" এটা চীনের শা'নসি প্রদেশের কাঁকড়া বিছার চাষে দক্ষ ব্যক্তি লিউ জেংহুয়ার একটি মুখের কথা। ৪০ বছরেরও বেশি বয়স্ক লিউ জেংহুয়ার চেহারা সাধারণ ধরণের এবং তিনি অল্পভাষী । তিনি শা'নসি প্রদেশের একজন আদর্শ পুরুষ ।

    আশি'র দশকের গোড়ার দিকে তিনি সর্বপ্রথমে নিজের জন্মভূমি মিচি জেলায় কাঁকড়া বিছা পালনের খামার স্থাপন করেন এবং দরিদ্র থেকে ধনী হয়ে উঠার পথে পদার্পন করেন। তিনি সুপরিচিত হয়ে উঠেন। চীনের কমিউনিস্ট যুবলীগের প্রাদেশিক কমিটি তাঁকে " নতুন লংমার্চের পথিকৃতের " সম্মানে ভূষিত করে । বিরাট অগ্রগতি লাভের জন্য ১৯৯০ সালে তিনি শা'নসি প্রদেশের রাজধানী সিআন শহরের ইয়ুসিয়াংমেন ফানচিয়া গ্রামে গিয়ে ৮০০০ ইউয়ান ব্যয় করে কাঁকড়া বিছা খামার স্থাপন করেন এবং বছরে ৮০ হাজার ইউয়ান উপার্জন করেন। এর সঙ্গে সঙ্গে তিনি আড়াই হাজার লোককে প্রশিক্ষণ দেন। লোকেরা তাঁকে "কাঁকড়া বিছা লালনের রাজা" বলে মনে করেন ।

    বর্তমানে লিউ জেংহুয়া ৮ লক্ষ কাঁকড়া বিছার চাষ করছেন। তিনি নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন, কাঁকড়া বিছার চাষ সত্যিই কম পুঁজিবিনিয়োগে দ্রুত ধনী হওয়ার ভাল উপায়। কাঁকড়া বিছার চাষ খুবই সহজ এবং তার প্রাণের শক্তি খুবই প্রবল। হিমাংকের নীচে ৩০ ডিগ্রী তাপমাত্রায়ও কাঁকড়া বিছা বাঁচতে পারে। চীনের অধিকাংশ এলাকায় তারা বড় হতে পারে । কাঁকড়া বিছা প্রায় সবকিছুই খেতে পারে, তবে পরিমাণে কম খায়। ইট বা সিমেন্টের আধারে, কাঠের বাক্সে, খালি ঘরে এবং প্লাস্টিকের ঘরে কাঁকড়া বিছার চাষ করা যায় । কাঁকড়া বিছার পুশে শরীর ব্যবহার করা যায় । ঔষধ হিসেবে ব্যবহার করা যায় এবং খাবার হিসেবেও ব্যবহার করা যায়। এর নিত্যব্যবহার্য পুষ্টি রয়েছে। কাঁকড়া বিছা খেতে খেতে খুবই সুস্বাদু। তার বিপননের সম্ভাবনা খুব বিশাল এবং তার অর্থনৈতিক ফলপ্রসূতাও অনেক বেশি। লিউ জেংহুয়া সংবাদদাতাকে বলেছেন, প্রতি বছরে প্রত্যেক কাঁকড়া বিছা ৭০--১৫০টি বাচ্চা জন্ম দিতে পারে। প্রতি বর্গমিটারে ২ হাজারটি কাঁকড়া বিছার চাষ করলে বছরে ৪৫ কিলোগ্রাম কাঁকড়া বিছা পাওয়া যাবে । এখন বাজারে প্রতি কিলোগ্রাম কাঁকড়া বিছার ৪০০ ইউয়ান দামে বিক্রি করা যায় । এই হিসাবে দশ হাজার ইউয়ানেরও বেশি উপার্জন করা যাবে। যদি কাঁকড়া বিছার বিষয় নিঙড়ে নিয়ে নিতে পারলে এর উপার্জন আরো বেশি হবে ।

    লিউ জেংহুয়া ১৬ বছর ধরে কাঁকড়া বিছার চাষ করছেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি স্বেচ্ছায় দেশের বিভিন্ন জায়গায় কাঁকড়া বিছার চাষীদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং ধারাবাহিক পরিসেবা দিয়েছেন । সবাই তাঁর প্রশংসা করেন ।