**ডেনমার্কের রাজকুমারের বিয়ে
১৯৯৫ সালের ১৮ই নভেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহ্যাগেনে মহাসমারোহে ডেনমার্কের রানী দ্বিতীয়া ম্যাগরিদের মেজো ছেলে চৌকিম ও হংকংয়ের ম্যারির বিয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দুশো জনেরও বেশী সম্মানিত অতিথি বিয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তাঁদের মধ্যে অনেকেই ছিলেন ইউরোপের রাজ পরিবারের সদস্য । এটা ছিল ২৮ বছরের মধ্যে ডেনমার্কের রাজ পরিবারের সবচেয়ে বড় আনন্দদায়ক ঘটনা । মিস ম্যারির বয়স ছিল ২১ বছর । রাজকুমার চৌকিম তাঁর চেয়ে পাঁচ বছর বড় ।
** মার্কিন প্রেসিডেন্ট ফোর্টের জাপান সফর
১৯৭৪ সালের ১৮ই নভেম্বর মার্কিন জাপান মৈত্রী চুক্তি স্বাক্ষরের ১২০ তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ফোর্ট জাপান সফর করেন । এটা ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম জাপান সফর ।২০শে নভেম্বর প্রকাশিত মার্কিন জাপান যুক্ত ইস্তাহারে উল্লেখ করা হয়েছে , রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে । পরবর্তীকালে দুদেশের পারস্পরিক পরামর্শ আর সহযোগিতা আরো জোরদার করা হবে ।
** পঞ্চম সেট (রেন মিনবির) ৫ইউয়ান কাগজের টাকা ও ৫ চিয়াও ধাতব-মুদ্রা চালু
২০০২ সালের ১৮ নভেম্বর, চীনের গণ ব্যাংকের প্রকাশিত ২০০২ সালের ২৭ নম্বর বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১৯৯৯ সালের ৩০শে জুন চীন গণ প্রজাতন্ত্রের ২৬৮ নম্বর রাষ্ট্রীয় পরিষদের আদেশনামা অনুযায়ী, চীনের গণ ব্যাংক ২০০২ সালের ১৮ নভেম্বর থেকে সারাদেশে পঞ্চম সেট (রেন মিনবি) ৫ইউয়ান কাগজের টাকা ও ৫ চিয়াও ধাতব-মুদ্রা চালু করবে । এবারকার 'রেন মিন বি' প্রধান রং হচ্ছে বেগুনি, তার দৈর্ঘ্য ১৩৫ মিনিমিটার, প্রশস্ততা ৬৩ মিনিমিটার। সামনের পৃষ্ঠে মাঝখানে মাও জেতুংয়ের ছবি, বামে ফুলের ছবি, বামের উপরে চীনের জাতীয় প্রতীকের ছবি, পেছনের পৃষ্ঠে মাঝখানে চীনের থাইশান পর্বতের ছবি, ডান দিকের উপরে " চীনের গণ ব্যাংকের " চীনা ভাষার বর্ণ বানান আর " চীনের গণ ব্যাংকের " মোংগোলিয়, তিব্বতী, উইগুর, জুয়াং জাতির ভাষার বানান আর মূল্য।
** ** ল্যাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে
রাশিয়ার অক্টোবর বিপ্লব জয়যুক্ত হওয়ার পর, ল্যাটভিয়ার সক্রিয়ভাবে জনগণ স্বাধীনতার সংগ্রাম চালান। তখন প্রথম বিশ্ব যুদ্ধ চলছিল , ল্যাটভিয়া জার্মানী বাহিনীর দখলে ছিল। ১৯১৮ সালের নভেম্বর মাসে জার্মানী ব্যর্থহয় । ল্যাটভিয়ায় গণসংসদ অবিলম্বে গঠিত হয়। ১৮ নভেম্বর গণসংসদ ল্যাটভিয়ার স্বাধীনতা ঘোষণা করে। তারপর বড় বড় পশ্চিমা দেশগুলোও এই নতুন দেশকে স্বীকার করে।
** জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মত গৃহিত একটি ঘোষণাঃ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সশস্ত্র শক্তি ব্যবহার করা হবে না
১৯৮৭ সালের ১৮ নভেম্বর, জাতিসংঘের ৪২তম সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে " আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সশস্ত্র শক্তির হুমকী বা সশস্ত্র শক্তি ব্যবহার না করা " সম্বন্ধে একটি ঘোষণা গৃহীত হয়। জাতিসংঘ এই প্রথমবারের মত ঘোষণা-রুপে জাতিসংঘ সনদে লিপিবদ্ধ এই মৌলিক নীতি আরেকবার ঘোষণা করেছে ।
ঘোষণা বলা হয়, সকল দেশের উপর এই নীতির বাধ্যবাধকতা আছে। কোনো রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা অথবা জোটের সম্পর্ক থাকুনা কেন যে দেশ এই নীতিলংঘন করলে সেদেশ " আন্তর্জাতিক দায় "নেবে।
ঘোষণা আরো জোর দিয়ে বলা হয় , আন্তর্জাতিক আইন লংঘন করে সশস্ত্র শক্তির হুমকী অথবা সশস্ত্র শক্তি ব্যবহার করে অন্যদের ভূখণ্ড দখল করার তত্পরতা সবই অবৈধ।
|