১৬ নভেম্বর প্রকাশিত চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস -বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সম্প্রতি চীনের হুনান প্রদেশ ও আনহুই প্রদেশে যথাক্রমে একজন করে কৃষক বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছে ।
এই জন্য চীনের হুনান প্রদেশ ও আনহুই প্রদেশের গণ সরকার বার্ড ফ্লু নিবারণের জরুরী পদক্ষেপ নিচ্ছে ।
জানা গেছে , এই দুটো প্রদেশে হাঁসমুরগীর প্রতিরোধক টীকা দেওয়ার বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সমস্ত খামারে প্রতিদিন বার্ড ফ্লুর প্রকোপ পর্যবেক্ষণ করা হচ্ছে।
সেই সঙ্গে বার্ড ফ্লু রোগ সম্পর্কে এই দুটো প্রদেশের স্থানীয় অধিবাসীদের সচেতন করার জন্য ব্যাপক প্রচার-অভিযান শুরু হয়েছে ।
|