চীনের অর্থমন্ত্রী চিন রেন ছিং সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে বলেছেন, চলতি বছরে চীনের আর্থিক আয় ৩ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশী হবে।
চিন রেন ছিং বলেছেন, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের আর্থিক আয় প্রায় ২.৪ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। গত বছরের একই সময়ে তা ছিলো ২.৬ ট্রিলিয়ন ইউয়ান।
চিন রেন ছিং আরো বলেছেন, চীন দেশী ও বহিরাগত পুঁজি বিনিয়োজিত কম্পানির কর ব্যবস্থার যে একায়ন করবে, তা চীনের উন্মুক্ত নীতির পরিবর্তন নয়, বরং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী একটি সম্মানজনক প্রতিযোগিতার পরিস্থিতি সৃষ্টি করা। এ নিয়ে চীন সরকার বহিরাগত পুঁজি বিনিয়োজিত কম্পানিকে কিছু সুবিধাজনক নীতি দেবে, যাতে তাদের আর্থিক বোঝা ভারী না হয়।
|